সমুদ্রের জগত ঘিরে আজও হাজারো রহস্য। নীল অনন্তের বেশিরভাগটাই আজও আমাদের অজানা। এবার সেই রহস্যের তালিকাতেই যোগ হল আরও এক নতুন ছবি। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের (NOAA) বিজ্ঞানীরাও এই 🌠ছবি দেখে কিছু বুঝে উঠতে পারছেন না।
NOAA ছবিটি টুইট করেছে। এই রহস্য সম্পর্কে তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লিখেছে। 'শনিবারের #Okeanos ডাইভের সময়ে, আমরা সমুদ্রের তলদেশে বেশ কয়েকটিꦇ সাবলিনিয়ার গর্ত দেখেছি। গর্তের উৎপ🐓ত্তি কীভাবে হল, তাই নিয়ে বিজ্ঞানীরা বিভ্রান্ত। গর্তগুলি মানুষের তৈরি বলে মনে হতে পারে। কিন্তু তাদের চারপাশে পলির ছোট ছোট স্তূপ দেখলেই বোঝা যায় যে, সেগুলি কিছুতে খনন করেছিল,' লিখেছে NOAA। এ বিষয়ে সকলে কী ভাবছেন তাও জানতে চেয়েছে তারা।
গত ২৬ জুলাই টুইটটি করা হয়েছে। এখনও পর্যন্ত♍⛎ এতে ৪৫৪টি লাইক পড়েছে। অনেকেই নিজের মতামত প্রকাশ করেছেন।
অনেকে বলছেন, সম্ভবত কোনও উল্লম্ব ছিদ্রসহ পাইপের টুকরো সমুদ্রের তলদেশে পড়েছিল। সেটার꧃ কারণে🦋ই এমনটা হয়েছে। আবার অনেকের মতে, কোনও জলজ প্রাণীরই কীর্তি এটি।
এ বিষয়ে আপনার মতামত কী? জানান কমেন্টে।