শাংহাই কো-অপারেশন অর্গনাইজেশনের বার্ষিক শীর্﷽ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রুশ প্রেসিডেন্﷽ট ভ্লাদিমির পুতিন। সেই বৈঠকের সময়ই এক অভিনব প্রস্তাব উপস্থাপন করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ভারতের সঙ্গে ভিসা-মুক্ত ভ্রমণের বিষয়টি উত্থাপন করেন তিনি।
শুক্রবার শাংহাই কো-অপারেশন বৈঠকের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক সেড়ে নেন প্রধানমন্ত্রী মোদী এবং রুশ প্রেসিডেন্ট পুতিন। সেই বৈঠকে পুতিন জানা♐ন, ভারতের ঐতিহ্যশালী ইতিহাসের সঙ্গে রুশ জনগণের একটি যোগ রয়েছে। এই প্রেক্ষিতে পুতিন বলেন, ‘দুই দেশের মধ্যে ভিসা মুক্ত ভ্রমণের চুক্তি দ্রুত বাস্তবায়িত করার প্রস্তাব করছি আমরা।’
বৈঠকের সময় প্রধানমন্ত্রী মোদীও বলেন যে ভারত এবং রাশিয়ার মধ্যকার সম্পর্ক কয়েক দশকের। এদিকে ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার করার বিষয়ে রাশিয়🐈া সাহায্য করায় প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদী।
এদিকে প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষে বার্তা দেন পুতিন। তিনি বলেন, ‘আমি ভারতের মঙ্গল কামনা করꦡতে চাই। আমি জানি যে আগামিকাল, আমার প্রিয🐈় বন্ধুর (নরেন্দ্র মোদী) জন্মদিন। রাশিয়ার ঐতিহ্য অনুসারে আম আগাম অভিনন্দন জানাব না। তাই, আমি এখনই তা (মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানানো) করতে পারছি না।’
পুতিন আরও বলেন, ‘তবে আমি আপনাকে জানতে চাই যে আমরা আপনার জন্মদিন মনে রেখেছ💎ি। আমরা আপনার শুভ কামনা করি। আমরা বন্ধুত্বপ♈ূর্ণ ভারতীয় জাতির জন্য শুভকামনা জানাই। আমরা আপনার নেতৃত্বে ভারতের সমৃদ্ধি কামনা করি।’ এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি পুতিনকে বলেছেন, ‘এটা যুদ্ধের সময় নয়।’ মোদীর এই বক্তব্যে সহমত পোষণ করে পুকিন নাকি আশ্বাস দেন, যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ করা হবে।