ওয়াকফ বিল সংশোধনী সংক্রান্ত বিল নিয়ে সংশ꧂্লিষ্ট প্যানেলের বৈঠকে অশান্তি। সোমবার আয়োজিত এই বৈঠক ছেড়ে বেরিয়ে যান বিরোধী শিবিরের একাধিক সাংসদ।
এ✃কটি প্রেজেন্টেশন নিয়ে আপত্তির জেরেই এই ঘটনা ঘটে। যদিও পরবর্তীতে ওই বি👍রোধী সাংসদরা ফের এসে বৈঠকে যোগদান করেন।
কী ঘটেছিল সোমবারের বৈঠকে?
এদিন যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্য়ান তথা বিজেপি সাংসদ জগদম্বিকা পালের পৌরহিত্যে এই বৈঠক🎃 শুরু হয়। কিন্তু, সেই বৈঠকে দিল্লি ওয়াকফ বোর্ড যে প্রেজেন্টেশন উপস্থাপিত করে, তাতে অনভিপ্রেত বদল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। তারই জেরে এদিন বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন একাধিক বিরোধী সাংসদ।
তাঁদের আরও অভিযোগ, দিল্লির বর্তমান সরকারকে কোনও কিছু না জানিয়েই দ🌃িল্লি ওয়াকফ বোর্ড তা꧅দের প্রেজেন্টেশনে এই বদলগুলি করেছে। এবং সেই পরিবর্তিত প্রেজেন্টেশন এদিনের বৈঠকে উপস্থাপিত করা হয়।
যাঁরা এদিন বৈঠক ছেড়ে 🧸বেরিয়ে আসেন, সেই দলে রয়েছেন - আম আদমি পার্টি (আপ)-র নেতা সঞ্জয় সিং, ডিএমকে-র মহম্মদ আবদুল্লা, কংগ্রেসের নাসির হুসেন এবং মহম্মদ জাভেদ প্রমুখ।
সংশ্লিষ্ট বিরোধী সাংসদদের অভিযোগ, প্রাথমিকভাবে ওয়াকফ বোর্ড যে রিপোরꦍ্ট তৈরি করেছিল, তা সম্পূর্ণ বদলে দিয়েছেন দিল্লি পুরনিগমের কমিশনার তথা দিল্লি ওয়াকফ বোর্ডের সিইও অশ্বিনী কু𝓰মার। শুধু তাই নয়। সেই বদলের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর অনুমোদন পর্যন্ত চাওয়া হয়নি।
যদিও পরে ওই সাংসদরা ফিরে আসেনౠ এবং যৌথ সংসদীয় ꦍকমিটির তরফে আয়োজিত এই বৈঠকে যোগ দেন।
সোমবার দিল্লি ওয়♌াকফ বোর্ড, হরিয়ানা ওয়াকফ বোর্ড, পঞ্জাব ওয়াকফ বোর্ড এবং উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ডের প্রতিনিধিদের ডেকে পাঠানো হয়। যাতে ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ প্রসঙ্গে প্রমাণ ও সাক্ষ্য স্বরূপ তাঁরা তাঁদের বয়ান রেকর্ড করাতে পারেন।
পাশাপাশি, কমিটির পক্ষ থেকে কল ফর জাস্টিস (চান্দের ওয়াধাওয়ার নেতৃত্বাধীন গোষ্ঠী), দিল্লির ওয়াকফ টেনান্ট ওয়েলফেয়ার অ্য়🌳াসোসিয়েশনের প্রতিনিধি এবং বি কে দত্ত কলোনির সমস্ত ব্লকের বাসিন্দাদের নিয়ে গঠিত রেসিডেন্টস ওয়েল ফেয়ার অ্য়াসোসিয়েশনের সভাপতি হার্বানস দুঙ্কলকেও তাঁদের বক্তব্য পেশ করার জন্য ♏ডাকা হয়েছিল। তাঁরা যাতে এই গোটা বিষয়টি নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ প্রকাশ করতে পারেন, তার জন্যই এই ব্য়বস্থা করা হয়।
২৯ অক্টোবর (আগামিকাল) ফের এই কমিটির বৈঠক বসবে। সেই বৈঠকে ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ প্রসঙ্গে কেন্দ্রের সংখ্যালঘু꧑ বিষয়র মন্ত্রকের প্রতিনিধিদের মৌখিক সাক্ষ্য গ্রহণ এবং রেকর্ড করা হবে।