লিভইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে খুন করা আফতাব পুনাওয়ালা জেলে ডুবে রয়েছেন বই পড়ায়। সঙ্গে চলছে দাবার চাল সাজানো। জানা গিয়েছে, সম্প্রতি জেল কর্তৃপক্ষের কাছে পল থেরাক্সের ভ্রমণ কাহিনী ‘দ্য গ্রেট রেলওয়ে বাজার’ চেয়েছিল আফতাব। সেই দাবি মেনে আফতাবের হাতে সেই বই তুলে দেয় জেল কর্তৃপক্ষ। প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারকে নৃশংসভাবে খুনের অভিযোগে আপাতত বিচারা বিভাগীয় হেফাজতে আছে আফতাব। এহেন আফতাবের ‘ভদ্র’ আচরণের দিকে কড়া নজর রেখে চলেছে জেল কর্তৃপক্ষ।জেল কর্তৃপক্ষ জানিয়েছে, চুরির দায়ে অভিযুক্ত দুই বন্দির সঙ্গে একই সেলে রয়েছে আফতাব। সেই দুইজনকে আফতাবের উপরে সতর্ক নজর রাখতে বলেছে জেল কর্তৃপক্ষ। তবে বাকি দুই বন্দির সঙ্গে খুব একটা কথাবার্তা বলে না আফতাব। বেশিরভাগ সময় একাই থাকে আফতাব। নিজেই নিজের বিরুদ্ধে দাবা খেলে সময় কাটায় আফতাব।এদিকে সম্প্রতি শ্রদ্ধা খুনের কারণ জানতে আফতাবের নারকো টেস্ট করা হয়েছিল। টেস্টে আফতাব জানিয়েছে, রাগের মাথায় শ্রদ্ধাকে খুন করে সে। প্রসঙ্গত, অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে শ্রদ্ধা এবং আফতাবের আলাপ হয়েছিল। পরবর্তীতে মুম্বইয়ে আফতাবের সঙ্গে একই কলসেন্টারে কাজ শুরু করেছিলেন শ্রদ্ধা। কিন্তু ভিনধর্মের হওয়ায় শ্রদ্ধাদের সম্পর্ক নিয়ে আপত্তি ছিল পরিবারের। সেই পরিস্থিতিতে আফতাবের সঙ্গে মুম্বই ছেড়ে চলে গিয়েছিলেন শ্রদ্ধা। পুলিশ জানিয়েছে, ১৮ মে শ্রদ্ধা ও আফতাবের ঝগড়া হয়েছিল। ঝগড়ার সময় শ্রদ্ধার মুখ চেপে ধরেছিল আফতাব। তারপর তাঁকে খুন করেছিল বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছিল আফতাব। কয়েক বছর আগে শেফ হিসেবেও কাজ করত। কীভাবেে মাংস কাটতে হবে, তা নিয়ে দু'সপ্তাহের প্রশিক্ষণ নিয়েছিল। যে প্রশিক্ষণের অভিজ্ঞতা দিয়ে শ্রদ্ধার দেহ টুকরো-টুকরো করেছিল আফতাব।