কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশ, কর্ণাটক, তেলঙ্গানার উদাহরণ টেনে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, কংগ্রেস অবাস্তব প্রতিশ্রুতি করে এবং পরে তা পূরণ করতে ব্যর্থ হয়। মোদীর সেই অভিযোগের জবাব দিতে এবার ময়দানে নেমেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এই নিয়ে তিনি কর্ণাটকে বিজেপির পূর্বতন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। পাশাপাশি নিজের সরকারের হিসেব কষে দেখান। (আরও পড়ুন: অরুণাচꦛল সীমান্তে দিওয়ালি পালন রিজিজুর, কথা বললেন চিনা জওয়ানদের সঙ্গেও)
আরও পড়ুন: ভারতে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে দিওয়ালি পালন প্রাক্তন পাক🍌 মন্ত্রীর
সিদ্দারামাইয়া নিজের পোস্টে লেখেন, 'নরেন্দ্র মোদীর উচিত কংগ্রেসের দিকে আঙুল তোলার আগে কর্ণাটক বিজেপির কীর্তি নিয়ে আলোচনা করা। আমরা আমাদের জগগণকে যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করছি। ৫২ হাজার কোটির বাজেট দিয়ে আমরা আমাদের ৫ প্রতিশ্রুতি পূরণ করেছি। এছাড়াও রাজস্ব খাতে আরও ৫২,৯০৩ কোটি টাকা খরচ করে কর্ণাটকের ভবিষ্যৎ গড়ে তুলব আমরা। আর বিজেপি এই কর্ণাটকে ৪০% কমিশনের দুর্নীতি করে গিয়েছিল। রাজ্যের সব সম্পদ নষ্ট করে দিয়ে গেছে। তা মানুষের জীবন বদলে দেওয়ার জন্য কাজে লাগানো যেত। আমরা সেই ৪০ শতাংশই এখন মানুষের কল্যাণে খরচ করছি। এখানে আপনাদের কী অবদান ছিল? এখানে বিজেপি শুধু দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। এর জেরে কর্ণাটক আজ ঋণগ্রস্ত। আর এখন নিজেদের ব্যর্থতা লুকোতে পালটা প্রচার করছেন?' (আরও পড়ুন: লাদাখের ডেম꧟চকে টহল শুরু সেনার, ২০২০ সালের সংঘাতের🧸 আগের অবস্থানে কি ফিরল ভারত?)
এদিকে মোদীকে আক্রমণ শানিয়ে সিদ্দারামাইয়া আরও লেখেন, 'এটা ভুললে চলবে না, আপনার নেতৃত্বেই ভারতের ঋণের পরিমাণ ১৮৫.২৭ ট্রিলিয়ন টাকায় গিয়ে পৌঁছবে এই অর্থবর্ষের শেষে। আমাদের জিডিপির ৫৬.৮ শতাংশ সেটা। এটা শুধুমাত্র খারাপ সরকার চালানোর উদাহরণ নয়, এটা ভারতের পিঠে চাপানো এক বোঝা। আর যেখানে কর্ণাটকের♛ তরফ থেকে কেন্দ্রের কোষাগারে উল্লেখযোগ্য পরিমাণ টাকা দেওয়া হয়, সেখানে আপনার সরকার আমাদের যোগ্য অধিকার থেকে বঞ্চিত করেন। এর জেরে আমরা আমাদের স্কিম কার্যকর করতে গিয়ে বাধার সম্মুখীন হই। কর্ণাটক কেন্দ্রকে ১ টাকা দিলে মাত্র ১৩ পয়সা ফেরত পায়। এটা সমবায় ফেডারেলিজম নয়। এটা শোষণ। কর্ণাটকে কংগ্রেস নিজের প্রতিশ্রুতি পূরণ করেছে। কিন্তু দেশজুড়ে বিজেপি ফেল করেছে।'
উল্লেখ্য, এর আগে কংগ্রেসকে তোপ দেগে সোশ্যাল মিডিয়ায় মোদী লিখেছিলেন, 'কংগ্রেস পার্টি কঠিনভাবে উপলব্ধি করছে যে অবাস্তব প্রতিশ্রুতি দেওয়া সহজ কিন্তু সঠিকভাবে বাস্তবায়ন করা কঠিন বা অসম্ভব। প্রচারের সময় তারা জনগণকে এমন কিছু প্রতিশ্রুতি দেয়, যা তাদের দ্বারা পূরণ করা সম্ভব নয়। এবং সেই কথাটা তারা নিজেরাও খুব ভালো করে জানে। এখন তাদের আসল রূপটা জনগণের সামনে বেরিয়ে এসেছে। হিমাচল প্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানা 𒁏- যে সব রাজ্যে আজ কংগ্রেসের সরকার আছে তা যাচাই করে দেখুন - উন্নয়𓃲নের গতিপথ এবং আর্থিক স্বাস্থ্য আরও খারাপের দিকে যাচ্ছে। তাদের তথাকথিত গ্যারান্টি অপূর্ণ রয়েছে, যা সেই রাজ্যের জনগণের জন্য একটি ভয়ানক প্রতারণা। এই ধরনের রাজনীতির শিকার হচ্ছে দরিদ্র, যুবক, কৃষক এবং মহিলারা। তারা এই প্রতিশ্রুতির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।'
মোদী আরও লেখেন, 'কর্ণাটকে কংগ্রেস উন্নয়নের জন্য মাথা ঘামানোর বদলে দলীয় অন্তর্দ্বন্দ্ব এবং লুটপাটে ব্যস্ত। শুধু তাই নয়, তারা বর্তমান স্কিমগুলিও বন্ধ করতে চলেছে। হিমাচল প্রদেশে সরকারি কর্মীদের বেতন সময়মতো দেওয়া হয় না। তেলঙ্গানায় কৃষকরা তাঁদের প্রতিশ্রুতিমত ঋণ মুকুবের জন্য অপেক্ষায় রয়েছেন। এর আগে ছত্তিশগড় এবং রাজস্থানে তারা কিছু ভাতার প্রতিশ্রুতি দিয়েছিল যা পাঁচ বছর ধরে বাস্তবায়িত হয়নি। কংগ্রে♐স কীভাবে কাজ করে তার এমন অসংখ্য উদাহরণ রয়েছে।'