🐻 এক নিমেষে দেখলে ধরা কঠিন। যতক্ষণে সব বুঝতে পারবেন, ততক্ষণে হয়তো সরীসৃপটি নিজের মতো কাণ্ডকারখানা শুরু করে দিয়েছে! এই ভিডিয়ো ভাইরাল হতেই সাপকে নিয়ে ফের একবার তোলপাড় শুরু হয়েছে।
🦩পাকা কলা যদি পাশে রেখে দেন, তাহলে পার্থক্য করা খুবই কঠিন। এই সাপের গায়ের রঙ যতটা হলুদ ,ততটাই হলুদ পাকা কলার রঙ। এই ভিডিয়োয় পাশাপাশি রেখে দেওয়া হয় সাপ ও কলাটিকে। তারপর আলাদা করে সাপকে তুলে নিয়ে ক্যামেরার কাছে তুলে ধরা হয়। দেখা যায় অবাক করা ছবি। সাপের হলুদ রঙ আর তার ওপর কালো ছিটে দাগ যেন পার্থক্য করতে দিচ্ছে না। জানা যায়, এই সাপ পরিচিত 'বানানা বল পাইথন'। এই পাইথনকে কলার মতো দেখতে বলে তাকে এমন নাম দেওয়া হয়েছে।
ꩲপাইথন নাম শুনেই ভাবছেন নিশ্চয় যে এই সাপ কতটা মারাত্মক! কলায় কামড় দিলে মিষ্টি স্বাদ পেতে পারেন, তবে পাইথনটি ছোবল বসালে আর দেখতে হবে না! কিন্তু কিছু রিপোর্ট বলে যে, এই পাইথনের সেভাবে কোনও ভয়াবহ প্রভাব পড়ে না। শোনা যায়, এই সাপ পশ্চিম বা মধ্য আফ্রিকায় পাওয়া যায়। এই সাপ খুব একটা বিষাক্ত নয়। মূলত এরা খুবই আলস্যে ভরা থাকে বলে জানা যায় বিভিন্ন রিপোর্ট থেকে। এই সাপের গায়ের রঙই এর মূল ইউএসপি। মূলত ৩ থেকে ৫ ফুট লম্বা হয় এই সাপ। এরা ২০ থেকে ৩০ বছর পর্যন্ত বাঁচতে পারে। তবে এই সাপের মধ্যে মহিলা সাপের আকার বড় হয়, আর পুরুষ সাপের আকার ছোট হয়। প্রসঙ্গত, বল পাইথন প্রজাতির কিছু সাপ ধূসর ও চকোলেট রঙের হয়ে থাকে, তবে এই বিশেষ সাপটির রঙ যেন একেবারে পাকা কলা।