ফ্লোরিডা থেকে নিউ জার্সির দিকে যাচ্ছিল প্লেনটি। আর সেই প্লেনের ভেতরেই আস্ত একটি সাপ। সূত্রের খবর সোমবার নেওয়ার্ক লিবার্টি ইন্টারন্য়াশানাল এয়ারপোর্টে নেমেছিল প্লেনটি। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর কিছুক্ষণের জন্য় প্লেনটি ওই বিমানবন্দরে নেমেছিল। আর সেখানেই বিমানের মধ্যে সাপের খোঁজ মেলে।এদিকে বিজনেস ক্লাসের মধ্যে সাপটিকে কিলবিল করতে দেখে আতঙ্কে চিৎকার শুরু করে দেন যাত্রীরা। অনেকেই মেঝে থেকে পা উঠিয়ে ফেলেন। পরে ওই সাপটি উদ্ধার করা হয়। এয়ারপোর্ট অ্যানিমাল কন্ট্রোল অফিসার ও পোর্ট অথরিটির পুলিশ সাপটিকে উদ্ধার করে। তবে সাপটি বিষাক্ত কিছু নয়। অনেকটাই নিরীহ প্রকৃতির। তবে এই সাপ উদ্ধারের ঘটনায় নেটিজেনদের আবার মনে পড়ে যাচ্ছে সেই ২০০৬ সালের সিনেমা, স্নেকস অন এ প্লেন। সেই সিনেমায় দেখা গিয়েছিল প্লেনের মধ্যে একগাদা বিষাক্ত সাপ ঘুরছে। আসলে এক খুনের সাক্ষীকে নিকেশ করতে এই ছক কষা হয়েছিল।তবে এক্ষেত্রে কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ আহত হননি। এনবিসি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ক্রু মেম্বাররা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডেকে বিষয়টি জানিয়েছিলেন। তবে ঠিক কখন সাপটি ওখানে ঢুকেছিল সেব্যাপারে তাঁরা কিছু জানাননি।তবে এর আগে গত ফেব্রুয়ারি মাসে দেখা গিয়েছিল এয়ার এশিয়ার একটি ফ্লাইটের মধ্যে একটি সাপ রয়েছে। সেই ভিডিয়ো সামনে এসেছিল।