🌸 হরিয়ানায় দুই দিনের চিন্তন শিবিরে অংশ নিয়ে এবার বেশ কয়েকটি এনজিওকে নিয়ে মুখ খুলে ক্ষোভ উগড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবারের ওই সভা থেকে নরেন্দ্র মোদী বলেন, বেশ কিছু এনজিও দেশ বিরোধী কার্যকলাপ করছে, ধর্মান্তরীকরণ করে যাচ্ছে, এছাড়াও ফান্ডের টাকা এমনভাবে তছরুপ করছে যাতে দেশের আর্থিক অগ্রগতি থেমে যায়। অমিত শাহ বলেন, এঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।
💃অমিত শাহ এদিনের সভা থেকে বলেন, যদিও অপরাধ রাজ্যের বিষয়, তবে প্রযুক্তি এমনই একটি জিনিস যা সীমানা পার কের অপরাধকে এগিয়ে দিচ্ছে। ফলে কেন্দ্র ও রাজ্য দুই তরফকে একসঙ্গে বসেই ভাবতে হবে এই সমস্যা মেটানোর কথা। তিনি বলেন, যাতে বিদেশ থেকে আসা অর্থ অসৎকাজে ব্যবহার না হয়, তার জন্য 'ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট' এ কিছু রদবদল নিয়ে এসেছে কেন্দ্র। অমিত শাহ বলেন, ' ২০২০ সালে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছিল এফসিআরএ -তে কিছু বদল এনে যাতে বিদেশী অনুদানের অর্থ এই ধরনের এনজিওগুলিতে না যায়।' তিনি বলছেন, এই সমস্ত এনজিও রাজনৈতিকভাবে বিভিন্ন উন্নয়নশীল ক্ষেত্রে বাধা দিচ্ছে, দেশ বিরোধী কাজ ও ধর্মান্তরীকরণ চালাচ্ছে। তিনি এও জানান যে ২০২৪ সালের মধ্যে দেশের সমস্ত রাজ্যে এনআইএর একটি করে দফতর থাকবে। সেই সূত্র ধরেই সন্ত্রাস বিরোধী নেটওয়ার্ক কাজ করবে। তিনি এও বলেন যে, খুবই কম সময়ের মধ্যে সিআরপিসি ও আইপিসিতে কিছু বদল নিয়ে তাঁদের সরকার সংসদে হাজির হবে। তিনি বলেন, জম্মু ও কাশ্মীরের অভ্যন্তরীণ নিরাপত্তাই হোক বা উত্তর পূর্বের নিরাপত্তা কিম্বা মাদক চক্র, মোদী সরকার খুবই কম সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তিনি বলেন, আমাদের 'অভ্যন্তরীণ নিরাপত্তা খুবই পোক্ত।'
🌜এদিনের চিন্তন শিবির থেকে অমিত শাহ জানিয়েছেন যে, প্রায় ৯ হাজার অনুপ্রবেশকারী উত্তর পূর্বে ভারতের কাছে আত্মসম্পর্কণ করেছে। ফলে উত্তরপূর্বে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে। তিনি বলেন, 'মাও অধ্যুষিত এলাকা, জম্মু ও কাশ্মীর এবং উত্তরপূর্ব ভারতে যেখানে এককালে প্রবল সমস্যা ছিল হিংসার সেখানে এখন শান্তি রয়েছে।' ২০১৪ সালের তুলনায় বর্তমানে দেশে ৭৪ শতাংশ নেমে গিয়েছে সন্ত্রাসবাদী হামলা। সন্ত্রাস সম্পর্কিত হত্যা ৯০ শতাংশ কমেছে বলেও তিনি জানান। তিনি বলেন, একটা সময় পশুপতি নাথ থেকে তিরুপতি পর্যন্ত করিডর ছিল অসামাজিক ঘটনার আঁতুর ঘর, রাজ্য ও কেন্দ্রের সহায়তার সেই সমস্যা রোখা গিয়েছে।