শনিবার ঘড়ির কাঁটায় তখন রাত ঠিক ৯টা বেজে ০৫ মিনিট। আমেরিকার ফ্লোরিডার কেপ কানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপন করা হল ২২ স্টারলিঙ্ক উপগ্রহ। এটা নিয়ে তৃতীয়বার এভাবে মিশনকে সফল করার দিকে 💜এগিয়ে গেল স্পেস এক্স। এর আগে ESA Euclid. Ax-2 ছাড়া হয়েছিল। আর এবার স্টারলিংক। ফ্যালকন ৯ রকেট এই ২২টা স্টারলিংক কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট কক্ষপথে ছেড়ে দিয়েছে।
এবার জেনে নেওয়া যাক স্টারলিঙ্ক আসলে কী ?
উইকিপিডিয়া অনুসারে জানা গিয়েছে স্টারলিঙ্ক হল স্যাটেলাইট ইন্টারনেট সুবিধা প্রদানের একটা মাধ্যম। স্পেস এক্স এটা তৈরি করেছে। এটা কৃত্রিম স্যাটেলাইন ইন্টারনেট তারকামণ্ডল। এই তারকামণ্ডল পৃথিবীর নিম্নকক্ষপথে ( Low Earth Orbit) 🦂হাজার হাজার ছোট কৃত্রিম উপগ্রহ থাকবে। এটা মাটির সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবে।
এদিকে গোটা বিশ্বজু🌳ড়েই এখন এই স্টার লিঙ্ক নিয়ে নানা চর্চা। আমেরিকার ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন এই স্টারলিঙ্ক। একাধিক রিপোর্টে এর আগে উল্লেখ করা হয়েছিল ভারতেও তারা স্যাটেলাইট নেট পরিষেবা দেওয়ার জন্য তৈরি হচ্ছে। ত♓বে এর জন্য নানা ছাড়পত্রের প্রয়োজন রয়েছে। তবে এর আগেও ইলন মাস্কের সংস্থা ভারতে ব্যবসা চালু করার জন্য চেষ্টা করেছিল।
এদিকে সম্প্রতি নিউ ইয়র্কের হোটেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মো𝓀দীর স♒ঙ্গে দেখা করেছিলেন ইলন মাস্ক। তিনি জানিয়েছিলেন টেসলা ও স্টার লিংককে ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা তাঁর রয়েছে।
মোদীর সঙ্গে দেখা করার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মাস্ক। তিনি জানিয়েছিলেন, আমরা ভারতে স্টারলি🙈ংক পরিষেবা দিতে অত্যন্ত আগ্রহী। আমি নিশ্চিত টেসলাও ভারতে দ্রুত পৌঁছে যাবে। পাশাপাশি আগামী বছর তিনি ভারত সফরে আসতে পারেন বলেও আশা প্রকাশ করেছিলেন।
সেই 🌱সঙ্গেই মোদীর সঙ্গে সাক্ষাৎ করার পরে তিনি নানা বিষয়ে আরও আশা প্রকাশ করেন। তিনি জানিয়েছিলে🅘ন, বিশ্বের যে কোনও বড় দেশের তুলনায় ভারতের প্রতিশ্রুতি অনেক বেশি।