আগামী সপ্তাহে নতুন সংসদ ভবনে দু'কক্ষের বিশেষ অধিবেশন বসবে। নতুন সংসদ ভবনে দু'কক্ষের কর্মীদের জন্য বিশেষ ইউনিফর্মেরও ব্যবস্থা করা হয়েছে। বিষয়টির সঙ্গে🅠 ওয়াকিবহাল এক আধিকারিক জানিয়েছেন, পোশাকে থাকবে ভারতীয়ত্বের ছোঁয়া।
১৮ তারিখ থেকে সংসদের অধিবেশন বসছে । এই বিশেষ অধিবেশন চলবে ২৩ তারিখ পর্যন্ত। ওই আধিকারিক জানিয়েছে, দুই কক্ষের মার্শালদের জন🌠্য থাকছে মণিপুরি হেডগিয়ার 𒁃(মাথার টুপি)। এছাড়া টেবিল অফিস, নোটিস অফিস এবং সংসদের রিপোর্টিং সেকশনের আধিকারিকদের বিশেষ পোশাকে পদ্মের মোটিফ (ঠিক যেমনটা রাজ্যসভার কার্পেটের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে)। এছাড়া প্রত্যেক মহিলা কর্মীদের জন্য বিশেষ ডিজাইনের শাড়ি।
পদ্ম জাতীয় ফুল হলেও তা আবার বিজেপির নির্বাচনী প্রতীক। তাই শাড়িতে বা প💙োশাকে পদ্মের মোটিফ ব্যবহার করা হলে তা নতুন বিতর্ক উস্কে দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
(পড়তে পারেন। তিপ্রা ল্য🃏ান্ডের দাবিতে আন্দোলন কই? প্রশ্ন তুলে তিপ্রা মোথা ছাড়ল টিএসপি)
জানা গিয়েছে, সংসদ সচিবালের পাঁচটি প্রাধন-শাখা রিপোর্টিং, টেবিল অফিস, নোটিশ অফিস, লেজিসলেটিভ শাখা এবং নিরাপ অধিকারিকরা নতুন ইউনিফর্ম পরবেন। ওই আধিকারিক আরও বলন,'যেহেতু ওঁরাই সংসদের দৈনন্দিন কার্যকলাপের সঙ্গে অতোপ্রত ভাবে জড়িয়ে থাকেন, সাংসদ এবং সংসদে আসা দর্শণার্থী✱দের সঙ্গে স💙ংযোগ রেখে চলেন। তাই তাঁদের ইউনিফর্ম সংসদের গ্ল্যামার এবং মর্যাদায় আলাদা মাত্র যোগ করবে। '
মার্শালরা সাধারণ চেয়ারের পাশে দাঁড়িয়ে প্রিসাইডিং অফিসারদের সহায়তা করে থাকেন। তাদের পোশাকের ক্ষেত্রে বড় পরিবর্ত আসছে। সাফারি স্যুটের পরিবর্তে তাঁরা ক্রিম রঙের কুর্তা পাজামা পরবেন🍒। পাঁচটি বিভাগের কর্তাদের জন্য পোশাকে বদল আসেছ। তাঁরা হালকা নীল রঙের সাফারি স্যুট এবং পদ্মের মোটিফ-সহ বোতাম ছেড়ে তারা পরবেন, ক্রিম রঙের জ্যাকেট এবং ধূসর রঙের ট্রাউজার পরবেন।
২০০০ সাল থেকে সংসদের এই পাঁচটি বিভাগের আধিকারিকদের পোশাক কেনারඣ জন্য বিশেষ ভাতা দেও��য়া হয়। মহিলাদের জন্য ১৭,০০০ এবং পরুষদের জন্য ১৬,০০০টাকা ভাতা হিসাবে প্রতি দুবছর অন্তর দেওয়া হয়ে থাকে।
পাঁচদিনের এই বিশেষ অধিবেশন🐲ের প্রথম দিনটি পুরনো সংসদ ভবনেই অনুষ্ঠিত হব✃ে। বাকি অধিবেশন অনুষ্ঠিত হবে সংসদের নতুন ভবনে।