সিপিআইয়ের তরুণ নেতা কানাইয়া কুমার কংগ্রেসে যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে বিভিন্ন মহলে। সম্প্রতি রাহুল গান্ধীর সঙ্গে তাঁর দেখা করার পর এনিয়ে নানা কথা উঠতে থাকে। কিন্তু সত্যিই কি কংগ্রেসে যোগ দেবেন কানাইয়া? কার্যত সꩵেকথা জানতেই সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা বৃহস্পতিবার দেখা করলেন কানাইয়া কুমারের সঙ্গে। দিল্লিতে সিপিআইয়ের সদর দফতরে তাঁরা পরস্পরের সঙ্গে আলোচনা করেন। সাক্ষাৎ শেষে ডি রাজা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ‘আমি তাকে জল্পনা নিয়েও প্রশ্ন করেছিলাম। তবে এখন আমি সেইসব জল্পনার নিন্দা করছি। কানাইয়া কুমার আমাদের পার্টির সম্পদ। তিনি আমাদের জাতীয় কর্মসমিতির সর্বকনিষ্ঠ সদস্য।’
তবে ডি রাজা একথা বললেও কানাইয়া কুমারকে ঘিরে জল্পনার এখনও পুরোপুরি অবসান হয়নি। দলের একাংশের মধ্যে এখনও এনিয়ে সংশয় থেকেই গিয়েছে। কারণ এই জল্পনা নিয়ে খোদ কানাইয়া কুমার এখনও জনসমক্ষে মুখ খোলেননি। তবে ডি রাজার দাবি, ‘কানাইয়া কুমার যে কোন▨ও রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করতেই পারেন। তিনি যদি সীতারাম ইয়েচুরির সঙ্গে দেখা করতেন তবে কী আপনারা কোনও সম্ভাবনার কথা বলতেন? তিনি তো আগেও অন্যান্য নেতাদের সঙ্গে দেখা করেছেন।’
প্রসঙ্গত গত নির্বাচনে কানাইয়া কুমার বেগুসরাই আসন থেকে সিপিআইয়ের প্রার্থী হয়েছিলেন। কিন্তু তিনি পরাজিত হন। তবে জেএনইউর ছাত্র সং🌠সদের সভাপতি থাকাকালীন তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে বার বার মোদীর বিরুদ্ধে নানাভাবে সুর চড়িয়ে বিতর্কেও জড়িয়েছেন তিনি। এবার তাঁকে নিয়ে নয়া জল্পনা। তবে 🌟সিপিআই সাংসদ বিনয় বিশ্বম বলেন, ‘কমরেড কানাইয়া কুমার সম্পর্কে ভুয়ো খবর রটানো হচ্ছে। কমিউনিজমের উপর তাঁর গভীর আস্থা রয়েছে।’