সম্প্রতি PPF, NSC-র মতো স্বল্পমেয়াদী বিনিয়োগে সুদের হার বাড়িয়েও ফের তা প্রত্যাহার করেছে সরকার। কেন্দ্রের সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তকে সমর্থন করেছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞরা। স্টেট ব্যাঙ্কের তরফে বলা হয়, 'আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এর সেই কারণেই আমরা মনে করি যে, স্বপ্ল সঞ্চয়ে সুদের হার অপরিবর্তিত রেখে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে।'এর পাশাপাশিই আমজনতার স্বার্থ রক্ষার কথা ভেবে তিনটি পরামর্শ দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।১. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অর্থনীতিবিদদের মতে, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুদের উপর করছাড় দেওয়া উচিত।সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার ৭.৪% । এই স্কিমের সুদে কর ছাড় দেওয়া হলে বর্তমান পরিস্থিতিতে অনেকটাই স্বস্তি পাবেন সিনিয়র সিটিজেনরা।২. বয়সভিত্তিক সুদের নীতি চালু করার পরামর্শ দিয়েছে SBI । অর্থাত্ বয়স্কদের ক্ষেত্রে যাতে সঞ্চয়ের উপর বেশি সুদ দেওয়া হয়, এমনটাই পরামর্শ দেওয়া হয়েছে।৩. অন্যদিকে পিপিএফ-এ দীর্ঘমেয়াদের সঞ্চয় রাখলেও অনেক সময়ে সেই টাকা বিনিয়োগকারীর প্রয়োজন হতে পারে। এ ধরনের ক্ষেত্রে ১৫ বছরের লক-ইন পিরিয়ডের আগেই যাতে কেউ টাকা তুলে নিতে পারেন, সেই ব্যবস্থা করারই পরামর্শ দেওয়া হয়েছে। অবশ্যই সেক্ষেত্রে সময়ের আগে টাকা তোলার জন্য কিছুটা সুদ কাটা হবে।