ঠিক সময়ে জম্মু ও কাশ্মীরকে রাজ্য়ের মর্যাদা দেওয়া হবে। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই একথা জানিয়ে দিলেন সংসদে। কংগ্রেস সাংসদ বিবেক তাংখার প্রশ্নের উত্তরে তিনি একথা জানিয়েছেন। আসলে কংগ্রেস সাংসদ জানতে চেয়েছিলেন, জম্মু-কাশ্মীর ও লাদাখকে স্টেটহুড দেওয়ার ক্ষেত্রে কোনও সময়সীমা কি ধার্য্য করা হয়েছে? সেই প্রশ্নের উত্তরে একবারে লিখিতভাবে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, ঠিক সময়ে জম্মু ও কাশ্মী🃏রকে রাজ্যের মর্যাদা দেওয়া হবে।
এদিকে সেখানে কবে ভোট হবে তা নিয়েও জানতে চেয়েছিলেন কংগ্রেস সাংসদ। সেক্ষেত্রে জানানো হয়েছে এই সিদ্ধান্তের বিষয়টি ভারতের নির্বাচন কমিশনের উপর নির্ভর করছে।এদিকে গত অক্টোবর মাসে কেন্ဣদ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শ্রীনগর সফরের সময়তেও এই স্টেটহুডের প্রসঙ্গ উঠেছিল। তখন অমিত শাহ জানিয়েছিলেন, নির্বাচন ও অন্যান্য পর্যায় সম্পন্ন হওয়ার পরেই স্টেটহুডের বিষয়টি বিবেচ๊না করা হবে।
এদিকে গত জুন মাসে 🌱কংগ্রেস নেতা রণদীপ সূর্য্যেওলা জানিয়েছিলেন গণতন্ত্র ও🌸 সংবিধান মেনে জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি পূরণ করা দরকার। কংগ্রেস নেতা পি চিদম্বরম টুইট করে জানিয়েছিলেন জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া দরকার।