জ্ঞানবাপী মসজিদের সমীক্ষা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে আপাতত না করার নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। বারাণসীর জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার কাজ থেকে আপাতত বিরত থাকার নির্দেশ দিয়েছে কোর্ট। এই মামলার শুনানি যেহেতু সুপ্রিম কোর্টে চলছে, তাই এই সুপ্রিম কোর্টের সর্বশেষ নির্দেশের প্রেক্ষিতে বুধবার নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত এই স্থগিতাদেশের নির্দেশ দিয়েছ📖ে কোর্ট।
বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে অবস্থিত মসজিদটি মন্দিরের উপর নির্মিত হয়েছে কিনা তা নির্ধারণ করতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই-এর একটি ‘বিশদ বৈজ্ঞানিক সমীক্ষা’ বুধবার বিকেল ৫টা পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। এই নির্দেশ আসে মসজিদ পরিচালনা কমিটির বিরুদ্ধে আপিল করার সময়। নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে গিয়ে যে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে, সেই মামলাতে এই নির্দেশ এসেছে। আঞ্জুমান ইন্তেজা🥀মিয়া༺ মসজিদ, যা মসজিদটি পরিচালনা করে, নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করতে মঙ্গলবার উচ্চ আদালতে আবেদন করেছে। বিচারপতি প্রীতঙ্কর দিওয়াকেরের সামনে মামলার প্রাথমিক শুনানির জন্য প্রার্থনা করেছিল আবেদনকারী পক্ষ। এদিকে, মামলায় আগের নির্দেশের মেয়াদকাল বুধবার শেষ হচ্ছে। সেই নিরিখে মামলার পরবর্তী শুনানি সত্ত্বর দরকার বলে জানিয়েছিলেন আবেদনকরারী পক্ষের আইনজীবী। এলাহাবাদ হাইকোর্ট আজ এএসআইকে বিতর্কিত সমীক্ষা পরিচালনা করার নির্দেশ দিয়ে জেলা আদালতের আদেশের বিরুদ্ধে একটি আবেদনের শুনানি শুরু করেছে।
( Odisha High court: ‘মাতৃত্বক༒ালীন ছুটি ন্যূনতম মানব অধিকার, তা খারিজ হলে…’ বড় বার্তা ওড়িশা কোর্টের)
এদিকে, এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি প্রীতিঙ্কর দিবাকর বলেন,'যেহেতু সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ ছিল আজ বিকেল ৫টা পর্যন্ত, আপনার দলের কেউ ঘটনাস্থলে উপস্থিত থাকলে, শুনানি চলছে বলে এখনই জরিপ না করতে বলুন।' এদিকে হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণুশঙ্কর দে কোর্টকে জানান যে রাম মন্দির মামলায়, এএসআই দ্বারা একটি সমীক্ষা করা হয়েছিল এবং হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টও তা গ্রহণ করেছিল। প্রসঙ্গত যে মসজিদ নিয়ে এই আলোচনা ও বিতর্ক তা বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দিরের কাছেই অবস্থিত। এই মসজিদের আগে সেখানে মন্দির ছিল কি ন♛া তা এএসআইকে সমীক্ষা করে দেখার আর্জি নিয়ে কোর্টের দ্বারস্থ হয় হিন্দপু পক্ষ।