ওমিক্রন ও ডেল্টা নিয়ে বুধবারই ভয়াবহ আশঙ্কার কথা শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সুনামির মতো বিশ্বজুড়ে আছড়ে পড়তে পারে সংক্রমণের ঢেউ, আশঙ্কা হু প্রধানের। এর সঙ্গেই পরিস্থিতি এমন ভয়াবহ জায়গায় চলে যেতে পারে যে গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাই ভেঙে পড়তে পারে। এমন পরিস্থিতির কথা শোনাচ্ছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার সামগ্রিক পরিস্থিতিতে দেশের একাধিক রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। কোভিড পরীক্ষা বৃদ্ধি করা, হাসপাতালগুলিকে 💦প্রস্তুত রাখা, টিকাকরণের সংখ্যা বৃদ্ধি করার কথা বলা হয়েছে। এবার দেখা যাক কোন কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব? দিল্লি, হরিয়ানা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, গুজরাত, কর্ণাটক ও ঝাড়খন্ডকে সতর্ক করা হয়েছে। মূলত কোভিড পরিস্থিতি মোকাবিলার জন্যই সবরকমভাবে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে হাসপাতালগুলিকে তৈরি রাখার কথা বলা হয়েছে।
এদিকে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওমিক্রন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কনটেইনমেন্ট জোন করার ব্যাপারেও প্রশাসনিকস্তরে কথাবার্তা এগোচ্ছে। বুধবার রাজ্যে দেখা গিয়েছে দৈনিক সংক্রমণ হাজার ছাড়িয়েছে। এই পরিসংখ্যান স্বাস্থ্য় দফতরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এদিকে বিশেষজ্ঞদের দাবি, অত্যন্ত দ্রুতগতিতে ওমিক্রন ছড়ায়। সেক্ষেত্রে কোনওভাবেই যাতে কোভিড সতর্কতায় ঢꦏিলেমি করা না হয় সে ব্যাপারে বলা হয়েছে।