প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পরেই চরম অস্থির অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। যদিও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরেই সেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তারপরেও এখনও দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা হচ্ছে। এই অবস্থায় দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে কড়া হুঁশিয়ারি দিল প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের জন্য বিশেষ নিরাপত্তা আইন বাতিল করছে বা𒀰ংলাদেশ সরকার
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ🐬ে কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে দেশে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করলে তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই মর্মে নির্দেশ জারি করা হয়েছে। তাতে জোর করে পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করা, ভাঙচুর, অগ্নিসংযোগ, অবৈধ তল্লাশি, লুটপাট এবং তোলাবাজিরﷺ মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অস্থির পরিস্থিতি সৃষ্টির জন্য কোনও কোনও মহল পুলিশের ওপর মামলা করার জন্য চাপ দিচ্ছে এবং অভিযু൩ক্তদের আদালতে হামলাও করা হচ্ছে। সরকার নিশ্চিত করেছে, যে মামলা দায়েরের অর্থ এলোমেলোভাবে কাউকে গ্রেফতার করা হবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই সমস্ত ক্ষেত্রে সঠিকভাবে তদন্ত করা হবে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সমস্ত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা𝐆 নেওয়া হবে দল নির্বিশেষে।
উল্লেখ্য, কোটা সংস্কার নিয়ে জুলাইয়ের মাঝামাঝি সময়ে ব্যাপক ছাত্র বিক্ষোভ দেখেছিল👍 বাংলাদেশ। সেই বিক্ষোভ গণ অভ্যুত্থানের চেহারা নেয়। সেই আন্দোলন শেষে বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে ৫ অগস্ট পদত্যাগ করতে এবং ভারতে পালিয়ে যেতে বাধ্য করে। হাসিনা সরকারের পতনের পর সারꩲাদেশে হিংসার ঘটনায় কয়েকশো মানুষ নিহত হয়েছেন। ছাত্রদের ব্যাপক বিক্ষোভের সময় দেশটিতে মৃতের সংখ্যা ৬০০ ছড়িয়ে যায়। তারপর বাংলাদেশে অন্তর্বতী সরকার গঠন হয়। সেই সরকারের দায়িত্ব দেওয়া হয় মহম্মদ ইউনুসকে।