কোটায় এক ছাত্রীর আত্মহত্যার কারণ নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাজস্থানের মন্ত্রী শান্তি ধারিওয়াল। বুধবার কোটায় রাঁচির এক ছাত্রী আত্মঘাতী হয়েছিল। তার কারণ উল্লেখ করতে গিয়ে মন্ত্রী বলেছিলেন, প্রেমঘটিত কারণে আত্মঘাতী হয়েছিল ওই ছাত্রী। তিনি আরও বলেন, এই ধরনের অনেক ঘটনায় ঘটছে কোটায়। হস্টেলে রাঁচির ১৬ বছর বয়সি ওই কিশোরীর আত্মহত্যাও ছিল প্রেমের কারণে। মন্ত্রীর এই বক্তব্যে আপত্তি জ💯ানিয়ে তাঁর কাছে প্রমাণ চেয়েছেন মেয়েটির বাবা। বুধবার সন্ধ্যায় একটি সাংবাদিক সম্মেলনে ধারিওয়াল দাবি করেছিলেন, মেয়েটির মৃত্যুর পরে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে, তাতে বলা হয়েছে যে তার আত্মহত্যার কারণ ছিল প্রেমের সম্পর্ক। যদিও পুলিশ বলছে, মেয়েটির ঘর থেকে কোনও চিঠি বা সুইসাইড নোট উদ্ধার হয়নি।
আরও পড়ুন: কোটাতে যেন মৃত্যুমিছিল, ভবিষ্যৎ গড়তে গিয়ে জীবন থেকেই বিদায় পড❀়ুয়াদের! রইল ৮ বছরের হিস𒐪েব
কোটার বিজ্ঞান নগর এলাকায় একটি প💙ার্কের উদ্বোধন করতে গিয়ে মন্ত্রী বলেন, ‘একটি মেয়ে আত্মহত্যা করেছে। এটি খুবই দুঃখজনক। প্রেমের কারণে সে আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে। এনিয়ে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। এখানে ছাত্রদের আত্মহত্যার ঘটনা প্রায়ই ঘটছে। এই সমস্ত ঘটনায় সঠিক কারণ খুঁজে বের করার জন্য একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন।’ যদিও বিজ্ঞান নগর থানার সার্কেল ইন্সপেক্টর দেবেশ ভরদ্বাজ সুইসাইড নোট পাওয়ার কথা অস্বীকার করেছেন। তাছাড়া মেয়েটি যে প্রেমঘটিত কারণে সুইসাইড করেছে এমন কোন প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।ভরদ্বাজ বলেন, পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১৭৪ ধারার অধীনে একটি মামলা দায়ের করেছে এবং মেয়েটির দেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ধরমবীর সিংও একই কথা জানিয়েছেন।
মন্ত্রীর এই মন্তব্যের পরে তীব্র আপত্তি জানিয়েছেন মেয়েটির বাবা রবীন্দ্র সিনহা। বৃহস্পতিবার সকালে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে𝓡 তিনি কোটা পৌঁছেছিলেন। তিনি সংবাদ মাধ্যমে বলেন, ‘আমার মেয়ের সঙ্গে কোনও প্রেমের সম্পর্ক ছিল না। যদি মন্ত্রীর কাছে এমন কোনও প্রমাণ থাকে, তাহলে তিনি যেন আমার সঙ্গে তা শেয়ার করেন।’ মেয়েটির বাবার অভিযোগ, তাঁর মেয়ে কিছু ছেলে তাকে শ্লীলতাহানি করেছিল। তারপরে তার মৃত্যু হয়। উল্লেখ্য, একাদশ শ্রেণির ওই ছাত্রী নিটের প্রস্তুতি নেওয়ার জন্য কোটায় ভর্তি হয়েছিল। বুধবার তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।