চাঞ্চল্যকর ঘটনা ঘটল কেরলের ত্রিশুরে। একদল ছাত্র গাঁꦕজা ধরানোর জন্য দেশলাই চাইতে একেবারে ঢুকে গেল একটি আবগারি অফিসে। আর সেখানে এক আধিকারিকের কাছে দেশলাই চাইতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল ছাত্ররা। ছাত্রদের এমন কাণ্ডে কার্যত হতবাক আবগারির আধিকারিকরা। আসলে ভুলবশত ছাত্ররা ওই অফিসে ঢুকে পড়ে এমন কাণ্ড করে। ঘটনায় ছাত্রদের বিরুদ্ধে মামলা রুজু করেছে আবগারি দফতর। এমনই অবাক করার মতো ঘটনা ঘটেছে হাই রেঞ্জ জেলার আদিমালিতে।
আরও পড়ুন: মুরগির গাড়ির আড়ালে মাদকꦉ পাচারের চেষ্টা, উদ্ধার ২৩৫ কেজি💜 গাঁজা
জানা গিয়েছে, ছাত্ররা ত্রিশুরের একটি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়া। স্কুলের ভ্রমণে আদিমালিতে গিয়েছিল তারা। সেখানে পড়োয়ারা একটি হোটেলে ওঠে। হোটেলে খাবার খাওয়ার পর তারা গাঁজা ভর্তি বিড়ি ধরানোর জন্য দেশলাই খুঁজতে থাকে। তবে কারো কাছে দেশলাই না থাকায় তারা পাশের একটি বিল্ডিংয়ে ঢুকে পড়ে। তবে সেটি যে আবগারি অফিস তা জানা ছিল না ছাত্রদের। বাইরে অনেক দাঁড় করানো দেখে তারা ভেবেছিল এটি কোনও ওয়ার্কশপ হবে। এরপর ওই অফিসে ঢুকে এক আধিকারিকের কাছে দেশলাই চাই এক ছাত্র। জানা যায়, ছাত্রদের একজন ওই আধিকারিককে জিজ্ঞাসা করেন, ‘আপনার কাছে একটি দেশলাইꦇ আছে?’
ছাত্রদের এমন সাহস দেখে কার্যত হতবাক হয়ে যান ওই আধিকারিক। এরপর যখন পড়ুয়ারা বুঝতে পারে সকলেই সরকারি আধিকারিক তখন বিপদ বুঝে তারা পালানোর চেষ্টা করে। তবে শেষমেষ আবগারি আধিকারিকরা তাদের সকলকেই ধরে ফেলেন। এরপর পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করে আধিকারিকরা জানতে পারেন গাঁজা ধরানোর জন্যই তারা দেশꦗলাই খুঁজে বেড়াচ্ছিল। পরে আবগারি আধিকারিকরা তাদের কাছ থেকে প🔜াঁচ গ্রাম গাঁজা ও নিষিদ্ধ মাদক উদ্ধার করেন।
নারকোটিক্স স্কোয়াডের আধিকারিকদের মতে, অভিযুক্ত পড়ুয়ারা সকলেꦫই দ্বাদশের ছাত্র। ত্রিশুরের একটি স্কুল থেকে সোমবার দুটি পৃথক বাসে করে আদিমালিতে পৌঁছেছিল। আবগারি অফিসের পাশেই একটি হোটেলে তারা উঠেছিল। ওই ছাত্রদের দলে কমপক্ষে ১০ জন ছিল বলে জান💛িয়েছেন অধিকারিকরা।
নারকোটিক্স এনফোর্সমেন্ট স্কোয়াডের সিআই রাগেশ বি বলেন, ভবনের চত্বরে বেশ কয়েকটি বাজেয়াপ্ত গাড়ি ছিল। তবে ছাত্ররা বোর্ডটি লক্ষ্য করেনি। এটিকে তারা ওয়ার্কশপ ভেবেছিল। ছাত্ররা পিছনের দরজা দিয়ে অফিসে প্রবেশ করে এবং ডিউটি শেষে বিশ্রাম নেওয়া আধিকারিকদের কাছে দেশলাই চেয়েছিল। পরে তারা ইউনিফর্ম পরা একজন আধিকারিককে অন্য ঘরে বসে থাকতে দেখেই বুঝতে পারে এটি আবগারি অফিস। তখন তারা পালানোর চেষ্টা করে। এদের মধ্যে দুই ছাত্রের কাছ থেকে মাদক উদ্ধার হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া ঘটনাটি স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বাকি ছাত্রদের ছেড়ে দেওয়া হলেও দুই ছাত্রকে আটক করে তাদের অভিভাবকদের ডেকে পাঠানো হয়। পরে তাদের কাউন্সিলিং করে অভিভাবকদের সঙ্গে বাড়ি পাঠানো হয়। জুভেনাইল জাস্টিস বোর্ড এ বিষয়ে পরবর্তী পদক্ষ💛েপ গ্রহণ কর🙈বে বলে জানিয়েছেন অধিকারিকরা।