বেসরকারি হাসপাতালে Covid-19 চিকিৎসার খরচ আকাশ ছুঁয়েছে। এই বিষয়ে দুর্যোগ মোকাবিলা আইনে রাজ্য সরকারগুলিকে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকাಌরকে নির্দেশ দিল উদ্বিগ্ন সুপ্র🌄িম কোর্ট।
দেশজুড়ে বেসরকারি হাসপাতালে করোনা সংক্রমণ চিকিৎসার জন্য বিশাল পরিমাণ অর্থ দাবি করার বিরুদ্ধ💦ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী সচিন জৈন। তাঁর আবেদন, অতিমারী পরিস্থিতির বিরুদ্ধে যুদ্ভরত গোটা দেশ, সেই সময় বেসরকারি হাসপাতালগুলিরও উচিত ন্যায্যমূল্যে কোভিড চিকিৎসা করা।
সেই মামলার শুনানিতে মঙ্গলবার প্রধান বিচারপতি এস এ বোবডের নেতৃত্বাধীন তিন সদস্যের সুপ্রিম কোর্ট বেঞ্চ জানায়, ‘এই বিষয়গুলির সুদূরপ্রসারী প্রভাব কাজ করে। চিকিৎসা পরিষেবা পেতে কত দূরღ পর্যন্ত খরচ অন্তরায় হয়ে 𒈔দাঁড়ায়, তা নিয়ে আমরা চিন্তিত।’
এর পরেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কর্তাদের হাসপাতাল ফেডারেশনের সঙ্গে আবেদনকারী সচিন জৈনক🤡ে নিয়ে আগামী ১৬ জুলাই বৈঠকে বসার নির্দেশ দেয় শীর্ষ আদালত। আদালতের বেঞ্চ বলে, ‘বৈঠকে কেন্দ্রীয় সরকার দুর্যোগ মোকাবিলা আইন প্রয়োগ করে রাজ্য সরকারগুলিকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিꦦতে পারে। এক সপ্তাহের মধ্যে যথাযথ সিদ্ধান্ত নিতে হবে এবং তা আদালতের অনুমোদনের জন্য পেশ করতে হবে।’
গত দুই মাসের বেশি সময় ধরে বেসরকারি হাসপাতালে ন্যায্যমূল্যে কোভিড চিকিৎসার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে আলোচনা চলেছে। প্রথমে শীর্ষ আদালত কেন্দ্রের কাছে জানতে চেয়েছিল, যে সমস্ত সরকারি হাসপাতাল সরকারের থেকে সস্তায় জমি পেয়েছে🌊, সেখানে বিনামূল্যে কোভিড রোগীদের চিকিৎসা কর যায় কি না।
কেন্দ্র তার উত্তরে জানায় যে, সুপ্রিম কোর্টের নির্๊দেশ মেনেই আর্থিক ভাবে পিছিয়ে পড়া রোগীদের জন্য বেসরকারি হাসপাতালে শয্যা সংরক্ষণের ব্যবস্থা হয়েছে।
আদালত এ-ও জা🌊নতে ছায় যে, সরকারি আয়ুষ্মান ভারত প্রকল্পে উল্লꦬিখিত অর্থ নিয়ংই কোভিড রোগীদের চিকিৎসা বেসরকারি হাসপাতালগুলি করতে পারে কি না।
তখনই কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, স্থানীয় পরিকাঠামো অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলিকে খরচ কমানোর নির্দেশ দিতে পারে রাজ্য𝐆 সরকার। তবে ভরতুকিতে কতদিন পর্যন্ত চিকিৎসা পরিষেবা দিতে পারবে ওই হাসপাতালগুলি, তাই নিয়েও সংশয় প্রকাশ করেন মেহতা।
এরই জেরে এ দিন কেন্দ্রকে রাজ্য সরকার♒ের মাধ্যমে বেসরকারি🏅 হাসপাতালের খরচ কমানোর বিষয়টি দেখতে বলে সুপ্রিম কোর্ট।