দেশের ক্রিকেট সংস্থাগুলির আয়কর ছাড়ের দা🧜বিকে আরও গভীর ভাবে খতিয়ে দেখা উচিত বলে পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, নিজেদের ‘দাতব্য’ সংস্থা হিসেবে দাবি করে বিসিসিআই এবং রাজ্য ক্রিকেট সংস্থাগুলি কর ছাড়ের দাবি জানায়। তবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ক্রিকেট সংস্থাগুলি ব্যবসায়িক নীতিতে কাজ 🎃করে।
ভারতের প্রধান বিচারপতি ইউইউ ললিত, বিচারপতি এস র🎉বীন্দ্র ভাট এবং বিচারপতি পিএস নরসিমার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ রাজস্ব বিভাগের দায়ের করা মামলা দায়ের করার অনুমতি দেয়। প্রসঙ্গত, গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন, সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন, বরোদা-রাজকোট ক্রিকেট অ্যাসোসিয়েশন কর ছাড়ের দাবি জানায়। সেই আবেদনের প্রেক্ষিতে আয়কর আপিল ট্রাইবুনাল এই ক্রিকেট সংস্থাগুলির কর ছাড়ের অনুমতি দেয়। এই আবহে ট্রাইবুলান যাতে এই ক্রিকেট সংস্থাগুলির দাবি ফের একবার খতিয়ে দেখে, সেই আবেদন জানিয়েই আদালতের দ্বারস্থ হয় রাজস্ব বিভাগ।
শীর্ষ আদালত পর্যবেক্ষণ করে, রাজ্য ক্রিকেট সংস্থাগুলি স্টেজিয়ামের মালিক। এই আবহে খেলা সম্প্রচারের জন্য মিডিয়া সত্ত্ব বিক্রির জন্য বিসিসিআই এই রাজ্য সংস্থাগুলির হয়ে দর কষাকষি করে। সুপ্রিম কোর্ট বলে, ‘এটা স্পষ্ট যে ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলির কার্যক্রম ব্যবসায়িক লা💟ইনে পরিচালিত হয়। অ্যাসোসিয়েশনগুলির নিজস্ব স্টেডিয়াম এবং অন্যান্য অবকাঠামো রয়েছে। তাদের রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে। এর জন্য স্থায়ী কর্মচারী নিয়োগ করা হয় এবং জনবলের ব্যবস্থা রয়েছে। তারা যে কয়েকটি ম্যাচ আয়োজন করে, তার জন্য সুসংগঠিত সরবরাহ চেইন রয়েছে। অবশ্য এরকম অনেক ম্যাচই জাতীয় পর্যায়ের না এবং আঞ্চলিক পর্যায়ের কিংবা অনূর্ধ্ব ১৬ বা অনূর্ধ্ব﷽ ১৮ পর্যায়েরও ম্যাচেরও আয়োজন করা হয়।’
এই আবহে গুজরাট ক্রিকেট সংস্থার আয়ের খতিয়ান তুলে ধরে শীর্ষ আদালত। আদালত উল্লেখ করে যে ২০০৮-০৯ সালে গুজরাট ক্রিকেট সংস্থার মোট আয় ছিল ৪.০৩ কোটি টাকা। এই স্পনসরশিপের অর্থ ছিল ২০ লাখ টাকা, ব্যাঙ্কের সুদ ছিল🔯 ২,২১🅷,৮৮,৫২৭.০৫ টাকা এবং 'ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ' আয়োজন করার ফলে ১,৫১,৯৭,৭৪১ টাকা। হিসেবে দেখানো হয়, সেবছর সংস্থার মোট খরচ হয় ২,২১,০২,৪৪১.৪৫ টাকা। এর মধ্যে মাত্র ৩২,২৪,৫৯১.২৫ টাকা ব্যয় করা হয়েছিল ক্রিকেটের প্রচারের জন্য। এই আবহে ক্রিকেট সংস্থার আয়কর ছাড়ের বিষয়টি ফের একবার খতিয়ে দেখার দাবি জানিয়ে রাজস্ব বিভাগের আবেদন গ্রহণ করে শীর্ষ আদালত।