তেলাঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের অস্ত্রোপচার সফল হয়েছে। হায়দরাবাদের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল তাঁর ‘সম্পূর্ণ হিপ প্রতিস্থাপন’ সফলভাবে হয়েছে। ওই বেসরকা𓆏রি হাসপাতাল যশোদার সিনিয়র অর্থোপেডিক সার্জেন এবং অন্যান্য চিকিৎসকদের একটি দল তাঁর অস্ত্রোপচার করেছেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং হাঁটার চেষ্টা করছেন। সেই সংক্রান্ত একটি ভিডিয়ো নিজের এক্স🍌 হ্যান্ডেলে শেয়ার করে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ‘আমার রকস্টার’ বলে সম্বোধন করলেন অভিনেতা প্রকাশ রাজ। অন্যদিকে রবিবার তাঁকে দেখতে হাসপাতালে আসেন বর্তমান মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।
আরও পড়ুন: 🌊ভোটে হারার পরই ভাঙল হাড়, গভীর রাতে হাসপাতালে ভরতি তেলাঙ্গানার প্রাক্তন মুখ্যমন⛦্ত্রী KCR
ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাসপাতালের চিকিৎসককরা তাঁকে হাঁটানোর চেষ্টা করছেন। চিকিৎসকরা জানিয🀅়েছেন, আট সপ্তাহ পর তিনি স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে কেটি রামারাও আগের দিন এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বলেছিলেন যে তাঁর বাবার হিপ প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচার করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভারত রাষ্ট্র সমিতির সুপ্রিমো কেসিআরের দ্রুত সুস্থতা কামনা করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স পোস্টে লিখেছেন, তিনি তেলাঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী কেসিআর চোট পেয়েছেন জেনে দুঃখিত। ’আমি তাঁর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।’
ঘটনার খবর পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সর্বোত্তম চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন।মুখ্যমন্ত্রী রেড্ডির নির্দেশে স্বাস্থ্য সচিব এসএএম রিজভি হাস🐟পাতালে গিয়েছিলেন এবং তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন।মুখ্যমন্ত্রীর তরফে আধিকারিক হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন যে কেসিআরকে সর্বোত্তম চিকিৎসা পরিষেবা দিতে হবে। এর পাশাপাশি তাঁর নিয়মিত স্বাস্থ্য আপডেট দেওয়ারও নির্দেশ দেন। রবিবার তিনি হাসপাতালে গিয়ে দেখা করেন ও কুশল বিনিময় করেন তাঁর রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে। উল্লেখ্য, রেবন্তের শপথগ্রহণ অনুষ্ঠানে যা🍃ননি কেসিআর।