গরু চোর সন্দেহে ২৬ বছর বয়সী এক𝔉 যুবকের গণপিটুনিতে মৃত্যু। ত্রিপুরার বারমুরা গ্রামের ঘটনা।এই ঘটনায় অমর চন্দ্র দাস ও সেন্টু দেবনাথকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লিটন মিঁয়া। তার বাড়ি ধনপুরের তারাপুকুরে। বারামুরা থেকে মোটামুটি ৫ কিমি দূরে তার বাড়ি।
এদিকে পুলিশ খবর পেয়েছিল ভোরবেলা এই গ্রামে এক যুবককে ধরা হয়েছে। থানা থেকে ওই গ্রাম প্রায় ১৫ কিমি দূরে। এরপরই পুলিশ ওই গ্রামের দিকে রওনা দেয়। পুলিশ গিয়ে দেখে লিটন আহত অবস্থায় পড়ে রয়েছে। গ্রামবাসীদের দাবি, সে অমর চন্দ্র দাসের গোয়াল থেকে সে গরু চুরি করতে এসেছিল। এদিকে প্রথমে তাকে কাঠালিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে ꦡতাকে আগরতলায় রেফার করা হয়। কিন্তু পথেই তার অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর মেলাঘর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তার। তার বাবার অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে ধনপুর হল প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের এলাকা। এই সংসদ এলাকা থেকেই জিতেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌ🌌মিক। তবে গত বছরেও খোয়াই জেলায় গরু চোর সন্দেহে এই ধরণের গণপিটুনির ঘটনা হয়েছিল।