স্বাতী মালিওয়ালকে হেনস্থার যে অভিযোগ উঠেছে, সেই ঘটনায় বিভব কুমারকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, দিল্লি পুলিশের এক শীর্ষকর্তা ❀জা🅷নিয়েছেন যে শনিবার দুপুরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন থেকেই তাঁর সহায়ক বিভবকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের ওই শীর্ষকর্তা। যদিও বিভবের আইনজীবী করণ শর্মা দাবি করেছেন যে আপাতত তাঁকে কিছু জানায়নি পুলিশ। যে বিভবের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ তুলেছেন আম আদমি পার্টির (আপ) সাংসদ স্বাতী। তাঁর অভিযোগ, গত ১৩ মে যখন কেজরিওয়ালের সঙ্গে দেখা তাঁর বাসভবনে গিয়েছিলেন, তখন তাঁকে শারীরিক হেনস্থা করেন বিভব। তাঁর বুকে-পেটে লাথি মেরেছেন বলে অভিযোগ করেছেন স্বাতী।
বিজেপির চক্রান্ত, তাতে সামিল স্বাতীও, দাবি আপের
যদিও আপ দাবি করেছে যে পুরোটাই একটা সুপরিকল্পিত চক্রান্ত। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার ঘটনায় পুরোপুরি নড়ে গিয়েছে বিজেপি। সেজন্য স্বাতীকে ঘুঁটি সাজিয়ে ষড়যন্ত্র করা হয়েছিল বলে অভিযোগ তুলেছে আপ। সিসিটিভি ফুটেজ প্রকাশ করে আপ দাবি করেছে যে কোনওরকম হেনস্থা করা হয়নি স𓂃্বাতীকে।
সেইসব অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে বিজেপি। বরং পদ্মশিবিরের দাবি, দুর্নীতি থেকে শুরু করে ম🐬হিলাদের হেনস্থা, সবেতেই এগিয়ে আছে আপ। সংবাদসংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে বিজেপির সর⛎্বভারতীয় সভাপতি জেপি নড্ডা বলেন, ‘যদি পুরো বিষয়টা বিজেপির চক্রান্ত হয়, তাহলে কেজরিওয়াল কেন মুখে কুলুপ এঁটেছেন?’ অন্যদিকে, স্বাতী দাবি করেছেন, একজন রাজনৈতিক হিটম্যান নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলেই সত্যিটা সামনে চলে আসবে।
মামলার জুজু দেখিয়ে স্বাতীকে ষড়যন্ত্রে সামিল করা হতে পারে, দাবি আপের
কিন্তু যে স্বাতীকে আম আদমি পার্টিই রাজ্যসভায় পাঠিয়েছে, তিনি কেন তাঁর দল🔯ের সর্বোচ্চ নেতার সহায়কের বিরুদ্ধে 'চক্রান্ত' করেছেন, সেটাও ব্যাখ্যা দিয়েছে দিল্লির শাসক দল। শনিবার দিল্লির মন্ত্রী তথা আপের শীর্ষনেতা অতিশি দাবি করেছেন, দিল্লি মহিলা কমিশনের বেআইনিভাবে চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়োগের অভিযোগে স্বাতীর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। দাখিল করা হয়েছে চার্জশিট। আর সেই মামলাকে ব্যবহার করেই স্বাতীকে পুরো চক্রান্তে যুক্ত করেছে বিজেপি।