এবার নিজের দলকেই তুলোধোনা করলেন স্বাতী মালিওয়াল। দিল্লির মন্ত্রী অতিশী স্বাতীকে কেজরিওয়ালের♈ বিরুদ্ধে বিজেপির ষড়যন্ত্রের মুখ বলে উল্লেখ করার পরেই তার পালটা দিলেন স্বাতী মালিওয়াল।
দিল্লির মন্ত্রী অতিশী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে 'ভারতীয় জনতা পার্টির ষড়যন্ত্রের' মুখ বলে অভিযোগ করার পর আম আদমি পার্টির (এএপি) সাংসদ স্বাতী মালিওয়াল শুক্রবার তার নিজের দলকেই পাল্টা আক্রমণ করেছেন।
তিনি জানিয়েছেন, গতকাল দলে যোগ দেওয়া নেতারা ২০ বছর ধরে সক্রিয় এক দলীয় কর্মীকে বিজেপির এজেন্ট বলে অভিহিত করেছেন। দু'দিন আগে সাংবাদিক বৈঠক করে দল সত্যিটা মেনে নিয়েছিল, এখন ইউটার্ন৷ সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স-এ মালিওয়াল লেখেন,
'এই গুন্ডা দলকে হুমকি দিচ্ছে, বলছে, গ্রেফতার হলে আমি গোপন তথ্য ফাঁস করে দেব৷' পূর্ণ নিরাপত্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছেন তিনি। তার চাপে দল পরাজয় মেনে নেয়। একজন গুন্ডাকে বাঁচাতে দল আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। আমি একাই দেশের নারীদের জন্য লড়াই করেছি এবং ভবিষ্যতেও করব। আপনারা আমার চরিত্র হনন করতে পারেন, শেষ পর্যন্ত সত্য বেরিয়ে আসবেই।
দিল্লির মহিলা প্যানেলের প্রাক্তন প্রধানকে দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপির ষড়যন্ত্রের 'মুখ ও ঘুঁটি' বলে অভিহিত করার পরে মালিওয়াল এনিয়ে পালটা প্রতিবাদ করেন।
অরবিন্দ কেজরিওয়াল জামিন পাওয়ার পর থেকেই বিজেপি নড়েচড়ে বসেছে। যার জেরে বিজেপি ষড়যন্ত্র করে, যার আওতায় ১৩ মে সকালে স্বাতী মালিওয়ালকে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পাঠানো হয়। স্বাতী মালিওয়াল ছিলেন এই ষড়যন্ত্রের মুখ ও ঘুঁটি। তিনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই অঘোষিতভাবে সেখানে গিয়েছিলেন। তারা মুখ্যমন্ত্রীকে দোষারোপ করতে চেয়েছিল কিন্তু সেই সময় মুখ্যমন্ত্রী সেখানে ছিলেন না এবং তিনি রক্ষা পেয়েছিলেন।
শুক্রবার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মালিওয়াল কেজরিওয়ালের 🐻বাড়িতে কর্মীদের সঙ্গে তর্ক করছেন, সেই ফুটেজ দেখে অতিশী বলেন, ফুটেজে দেখা যাচ্ছে মালিওয়ালের অভিযোগ মিথ্যা এবং তাঁকে আবাসনে পু🦄লিশ আধিকারিকদের হুমকি দিতে দেখা যাচ্ছে।
এরপরই স্বাতী মালিওয়াল বিভব কুমারকে অভিযুক্ত করেন। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে তিনি জানিয়েছেন, তাঁকে মারধর করা হয়েছে। আজ প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর বাড়ির ড্রয়িংরুমে আরাম করে বসে পুলিশ আধিকারিকদের হুমকি দিচ্ছেন তিনি। ভিডিওতে তাকে বিভব কুমারকে হুমকি দিতে এবং আপত্তিজনক ভাষা ব্যবহার করতেও দেখা গেছে। ভিডিওতে তার জামাকাপড় ছেঁড়া হয়নি বা মাথায় কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।
(এএনআই ইনপুট সহ)