অ্যাকাউন্ট একত্রীকরণ(সহমতী প্ল্যাটফর্ম) পরিষেবা চালু করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এর ফলে আগামিদিনে গ্রাহকদের ঋণ গ্রহণ, বিমা বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে♕র জন্য কেওয়াইসি দিতে হবে না। আরবিআইয়ের ডেপুটি গভর্নর এম রাজেশ্বর রাও গত সপ্তাহে জানান, দেশে অ্যাকাউন্ট একত্রীকরণের ভাবনা একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে।
'অ্যাকাউন্ট এগ্রিগেটর ইকোসিস্টেম এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্লাটফর্মের সংবেদনশীলতাকে মাথায় রাখা হচ্ছে। সম্পূর্ণ প্রক্রিয়াটি যাতে সুশৃঙ্খল হয়, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্🐬ছে,' গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সংবাদ সংস্থা পিটিআইকে জানান এম রাজেশ্বর রাও।
অ্যাকাউন্ট এগ্রিগেটর কি?
অ্যাকাউন্ট একত্র♉ীকরণ প্ল্যাটফর্মে ব্যবহারকারীর নির্দিষ্ট কিছু তথ্য তাঁদের সম্মতিতে সংগ্রহ করা হবে। এটি সকল আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করা হবে। এর ফলে প্রতি🌌ষ্ঠানগুলি সম্ভাব্য গ্রাহকদের সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবে। সেই অনুযায়ী তাদের পরিষেবাগুলিও তারা সাজাতে পারবে।
তাছাড়া বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে আলাদা করে কেওয়াইসির প্রয়োজন হবে না। এক স্থান থেকেই বরং কোনও ব্যক্তির সমস্ত কেওয়াইসি তথ্যাবলী পাবে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান। তাছাড়া কোনও ব্যক্তির সম্পর্কে কী কী তথ্য ব্যাঙ্কগুলি পাবে, সেটাও সেই ব্যক্তির নিয়ন্ত্রণে থাꦺকবে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক এবং ফেডারেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট একত্রীকরণ নেটওয়ার্ಌকে গ্রাহকদের তথ্য শেয়ার করার বিষয়ে সম্মত হয়েছে।
তবে এত গ⛦ুরুত্বপূর্ণ তথ্যাবলীর ডেটাবেসের সুরক্ষা যে ভীষণই গুরুত্বপূর্ণ হবে, তা বলাই ব🧸াহুল্য। ফলে এর এনক্রিপশনে দেওয়া হবে সর্বাধিক জোর।