সম্প্রতি আফগানিস্তানে ইসলামিক আইন প্রয়োগের কড়া নির্দেশ দিয়꧒েছে তালিবানরা। বিচার বিভাগকে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। তারপরেই আফগানিস্তানে এই আইনে অপরাধীদের শাস্তি দেওয়া শুরু হয়েছে। এই আইনে উত্তর-পূর্ব আফগানিস্তানে ১৯ জনকে ব্যভিচার, চুরি এবং বাড়ি থেকে পালিয়ে যাওয়ার জন্য বেত্রাঘাত করা হয়েছে বলে জানা গিয়েছে।
আব্দুল রহিম রশিদ নামে আফগানিস্তানের সুপ্রিম কোর্টের একজন আধিকারিক বলেছেন, ১১ নভেম্বর উত্তর-পূর্ব তাখার প্রদেশের তালোকান শহরে ১০ জ🀅ন পুরুষ এবং ৯ জন মহিলাকে ৩৯ বার বেত্রাঘাত করা হয়েছিল। বিভিন্⛄ন অপরাধের জন্য তাদের বেত্রাঘাত করা হয়েছিল শহরের প্রধান মসজিদে আলেম, প্রবীণ নাগরিক এবং বাসিন্দাদের উপস্থিতিতে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের একটি প্রবেদনে একথা জানানো হয়েছে।
এর আগে তালিবানের একজন মুখপাত্র জানিয়েছিলেন, তারা দেশে ইসলামিক আইন বা শরিয়া আইন বলবৎ করবেন। তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, তাদের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুনজাদা আফগানিস্তানের বিচার ব্যবস্থায় পূর্ণ শরিয়া আইন প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন। কয়েকদিন আগে তিনি বিচারকদের সঙ্গে দেখা করে শরিয়া আইন বাস্তবায়নের নি🌞র্দেশ দিয়েছেন। উল্লেখ, শরিয়া আইনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর, পাথর নিক্ষেপে হত্যা, চাবুক মারা এবং চোরদের হাতের কব্জি কেটে দেওয়ার বিধান রয়েছে।