বিদ্রোহী খৈর মহম্মদের নেতৃত্বে জনসাধারণের বিরোধের মুখে আফগানিস্তানের তিন জেলা থেকে পিছু হটতে হয়েছে তালিবানকে। স্থানীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী পোল-এ-হেসার, দেহ সালাহ, বানু জেলা থেকে তালিবানকে হটিয়েছে সাধারণ মানুষের বিদ্রোহী দল। তালিবান মুক্ত এই তিন জেলাই আফফগানিস্তানের বাঘলাম প্রদেশে। জানা গিয়েছে অন্তত পক্ষে ৬০ জন তালিবান জঙ্গি হতাহত হয়েছে এই তিন জেলায়। অন্যান্য জেলার দিকেও এই বিদ্রোহী দল এগোচ্ছে বলে জানা গিয়েছে।জানা গিয়েছে শুক্রবার স্থানীয়রাই হাতিয়ার হাতে তুলে নেয় পোল-এ-হেসারে। স্থানীয় এই প্রতিরোধে পিছু হটে তালিবান জঙ্গিরা। জানা গিয়েছে পঞ্জশির প্রদেশএর খুব কাছেই অবস্থিত পোল-এ-হেসার। এদিকে পঞ্জশির প্রদেশে এখনও তালিবান পা রাখতে পারেনি। আফগানিস্তানের স্বঘোষিত কার্যকরী রাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ বর্তমানে আবদুল মাসুদের সঙ্গে পঞ্জশিরে রয়েছেন। সেখান থেকেই নর্দার্ন অ্যালায়েন্সের সলতে পাকিয়ে তালিবানের বিরুদ্ধে যুদ্ধ করার ছক কষছে গণতন্ত্রপ্রেমী আফগানরা। স্থানীয়দের দাবি, ৪০ জন তালিবানিকে হত্যা করা হয়েছে আর কমপক্ষে ১৫ জন জখম হয়েছে। যদিও এ বিষয়ে তালিবানের তরফে কোনও উত্তর পাওয়া যায়নি। এ নিয়ে টুইট করেছেন প্রাক্তন ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লা মুহাম্মাদি। সেখানে তিনি জানিয়েছেন, 'তালিবান জঙ্গিদের ঠেকানো আমাদের কর্তব্য। প্রতিরোধবাহিনী বাঘলান প্রদেশের পুল-ই-হিসার, দেহ সালাহ আর বানু জেলা দখল করেছে ৷ এখনও প্রতিরোধ ক্ষমতা সক্রিয় রয়েছে।' বর্তমানে, বিসমিল্লা পঞ্জশির প্রদেশে রয়েছেন।