করোনা সংক্রমণের মধ্যেই তামিল ভাষাকে সম্মান জানিয়ে ১,০০০-এর বেশি জায়গায় নাম বদলে ফেলল তামিলনাড়ুর AIADMK সরকার। তার মধ্যে রয়েছে বাঙালির আরোগ্যনিকেতন ভেলোরও। ভেলোরের নাম এবার থেকে হল ভিলুর (Veeloor)। 🐻ফলে চেষ্টা করেও ভেলোরে আর যাওয়া হবে না বাঙালির।
এদিনের নাম বদলের তালিকায় সব থেকে উজ্জ্বল কোয়েম্বাত্তুর। শহরের নাম এবার থেকে হচ্ছে কোয়ামপুত্থুর। ইংরাজিতে লিখতে༺ হবে Koyampuththoor. সরকারের তরফে জানানো হয়েছে, তামিল বর্ণমালা উচ্চারণশৈলি অনুসারে ১০১৮টি জায়গায় নামের ইংরাজি বানান ঠিক করা হয়েছে। এতদিন 𓃲ইংরাজি উচ্চারণকে প্রামাণ্য ধরে স্থানের নাম উচ্চারিত হত। এবার উচ্চারিত হবে তামিলকে প্রামাণ্য ধরে।
বলে রাখি, তামিল ভাষা নিয়ে তামিলনাড়ুর বাসিন্দাদের গর্ব ও অহঙ্কার কম নয়। কয়েক দশক আগেই মাদ্রাজের নাম বদ꧃লে চেন্নাই করেছে রাজ্যটি। নাম বদল হয়েছে পড়শি রাজ্য কেরলের একাধিক শহরের।