কপালে সিঁদুর লেপে স্কুলে এসেছিল ৫ পড়ুয়া। এরপরই ওই স্কুলের শিক্ষক তাদেরকে বেধড়ক মারধর করেছিলেন বলে অভিযোগ। ভূপালের ছিন্দওয়াড়া জেলার ঘটনা। তবে এই অভিযোগের জেরে এবার সরকারি স্কুলের ওই শিক্ষককে বদলি করা হল। ছিন্দওয়াড়ার ডেপুটি কমিশনার সত্য়েন্দ্র মর্কম গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।বিছুয়া থানার আধিকারিক পুনম উইকে জানিয়েছেন, ওই শিক্ষক ওমপ্রকাশ ধোকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পড়ুয়াদের অভিভাবকরা এনিয়ে অভিযোগ জানিয়েছেন। ওই শিক্ষক তাঁদের সন্তানদের মারধর করেছেন বলে অভিযোগ। তাঁদের দাবি, স্কুল যাওয়ার আগে তাঁদের সন্তানরা মন্দিরে গিয়েছিল। সেখান থেকে সরাসরি তারা স্কুলে চলে গিয়েছিল। সেকারণেই তাদের কপালে সিঁদুর ছিল। আর সেকারণেই তাদের মারধর করা হয়েছে।এক পড়ুয়ার অভিভাবকের অভিযোগ, আসলে ওই শিক্ষকের পুজো নিয়েই সমস্যা রয়েছে। পুজোর নাম শুনলেই বকাবকি করেন। নবরাত্রির সময় মাইকে ভজন গাওয়া নিয়েও আপত্তি তুলেছিলেন তিনি। আর বুধবার তিনি কোনও কারণ ছাড়াই মারধর করলেন।ছিন্দওয়াড়ার ডেপুটি কমিশনার সত্যেন্দ্র মরকম জানিয়েছেন, তদন্ত চলছে। ওই শিক্ষককে অন্য় স্কুলে বদলি করা হয়েছে। আর ওই শিক্ষকের দাবি, আমি ওদের কিছু প্রশ্ন উত্তর করে আসতে বলেছিলাম। কিন্তু ওরা সেটা করেনি। আমি শুধু বলেছিলাম পড়াশোনায় মন দাও। পরে পুজো করবে। আর সেই ঘটনাকে অন্য় দিকে মোড় দেওয়া হচ্ছে।