ঘটনাস্থল উত্তর প্রদেশের গৌরাবাদশাপুরের কবিরুদ্দিন গ্রাম। সেখান⛄ে এক জমি বিবাদকে কেন্দ্র করে এক ১৭ বছর বয়সী কিশোরের মুণ্ডচ্ছেদ করার বীভৎস ঘটনা ঘটে যায়। বুধবার ঘটনা ঘিরে এলাকায় তুলকালাম পরিস্থিতি হয়। এদিকে, কাতর মা ছেলেকে হারিয়ে সেই বিচ্ছিন্ন হওয়া মাথার অংশ কোলে নিয়ে বসে থাকেন ঘণ্টার পর ঘণ্টা। দৃশ্যতই শোকে পাথর হয়ে যান তিনি।
এলাকার রামজিত যাদব🎃ের ছেলে ১৭ বছরের অনুরাগকে ঘটনার খানিক আগে, হাতে ছোড়া নিয়ে তাড়া করে কয়েকজন। ছুটতে থাকে অনুরাগ। এরপর শেষমেশ তাকে বাগে পায় ওই ব্যক্তিরা। অনুরাগকে ঘিরে ধরে হামলা করে তারা। ছোড়া হাতে অনুরাগকে অত্যাচার করতে ಞথাকে তারা। শেষমেশ ছোড়া এতটাই জোরে অনুরাগের গলায় বসতে থাকে, যে তার মুণ্ড ধরের থাকা আলাদা হয়ে যায়। ঘটনার পর থেকে অনুরাগের বাড়িতে শোকের ছায়া। ছেলের কাটা মুণ্ড কোলে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে কেঁদে আকুল মা।
এদিকে, যারা সেদিন অনুরাগকে আক্রমণ কꦉরেছিল, তাদের মধ্যে ২ জনকে ধরতে পেরেছে পুলিশ। একজন আপাতত পলাতক। তাকে খুঁজতে চলছে তল্লাশি। গ্রামে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাধিক পুলিশ টিম নেমেছে ঘটনাস্থলে। এদিকে, পুলিশের তরফে বলা হয়েছে, গত ৪০ থেকে ৪৫ বছর ধরে গ্রামে এই জমি বিবাদ চলছে। এই জমি বিবাদে দুই পক্ষের তরফে একদিকে রমেশ যাদব, অন্যদিকে, লালটা নামের এক ব্যক্তি রয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশ কর্তারা। তাঁদের সঙ্গে যান প্রশাসনের নানান স্তরের কর্তারা। পুলিশ জানিয়েছে, পরবর্তী পর্যায়ের তদন্ত চলবে। পুলিশের সুপারিন্টেডেন্ট অজয় পাল শর্মা,'গত ৪০ থেকে ৪৫ বছর ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। রমেশ ও লালটা নামে দুজনের বিবাদ। এক পক্ষ অপরকে আক্রমণ করে, একজন নিহত হয়। জেলা ম্যাজিস্ট্রেট ও আমি ঘটনাস্থলে আছি। অভিযুক্তদের কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও তদন্ত চলছে।' জা𝓀না গিয়েছে, এই মামলার কোর্ট কেস চলছে। পুলিশের পদস্থ কর্তা জানিয়েছেন, সেই বিবাদের রিপোর্ট ৩ জিনের মধ্যে চেয়েছি।