সমাজকর্মী তিস্তা শীতলবাদের জামিন মিলল🍨 অবশেষে। বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, বুধবার সুপ্রিম কোর্ট তিস্তাকে জামিন দিয়েছে। ২০০২ গুজরাট দাঙ্গায় গুজরাট সরকার ও তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ করেছিলেন তিস্তা। তবে সেই মামলায় এবার জামিন পেলেন তিস্তা।
বিচারপতি বিআর গভাই, এএস বোপান্না, দীপঙ্কর দত্ত গুজরাট হাইকোর্টের রায়কে খারিজ করে দেন। সেই রায় অনুসারে হাইকোর্টে তিস্তা শীতলাবাদের জামিনের আর্জি খাꦏরিজ করে দেওয়া হয়েছিল।
এদিকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, হাইকোর্ট তিস্তা শীতলাবাদের জামিনের আবেদন মঞ্জুর করেনি। সেই সময় হাইকোর্টের তরফে বলা হয়েছিল, তিস্তা ওই এফআইআরের বিরোধিতা করেননি। সেকারণে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করা হয়নি। হাইকোর্ট সেই সময় জানিয়েছিল, যেহেতু তিনি এই এফআইআরকে চ্যাল🔯েঞ্জ করেননি সেক্ষেত্রে তিনি প্রাথমিকভাবে দাবি করতে পারেন না যে এই মামলা না করা হোক। তবে সুপ্রিম কোর্ট হাইকোর্টের এই আবেদন খারিজ করে দিয়েছে।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, হাইকোর্টর যুক্তি যদি মানতে হয় তবে এটা বুঝতে হবে যে চার্জশিটকে চ্যালেঞ্জ না করলে কোনও শুনানি করা যাবে না। এরপরই সুপ্রিম কꩲোর্ট হাইকোর্টের নির্দেশকে খারিজ করে দেয়। এদিন সুপ্রিম কোর্টে তিস্তার জামিনের আবেদন মেনে নিয়েছে।
২০২২ সালের জুন মাসে গুজরাটে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড গ্রেফতার করেছিল তিস্তা শীতলাবাদকে। কারণ সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যারা ২০০২ সালের দাঙ্গার পরিপ্রেক্ষিতে সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এরপরই🧸 গ্রেফতার করা হয়েছিল তিস্তাকে।
তবে গত বছর সেপ্টেম্বর মাসে তিস্তা শীতলাবাদের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত তিস্তার গ্রেফতারির পরে গোটা দেশ জুড়ে নানা চর্চা শুরু হয়েছিল। তুমুল বিতর্ক দানা বাঁধে এনিয়ে। দেশের বিভিন্ন প্রান্তে এনিয়ে নানা কথা উঠতে। সরকারের দমনপীড়নের বিরুদ্ধে সরব হয়েছিলেন অনেকেই। তবে 🌟গুজরাট হাইকোর্ট শেষ পর্যন্ত তাঁর জামিন দিতে চায়নি। ত𒀰বে অবশেষে সুপ্রিম কোর্ট তাঁর জামিন মিলেছে বলে খবর।