রাষ্ট্রসংঘে ফের একবার পাকিস্তানকে আক্রমণ শান🅰াল ভারত। ভারত এদিন অভিযোগ করে যে পাকিস্তান ভিত্তির জঙ্গি সংগঠনগুলি নিজেদের মানবিক সংস্থা বলে আখ্যা দিতে শুরু কেরছে। নিষেধাজ্ঞা এড়াতেই এই ফন্দি এঁটেছে পাক জঙ্গি সংগঠনগুলি।
রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি এদিন নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে বলেন, আমাদের প্রতিবেশী দেশের সন্ত্রাসী গোষ্ঠীগুলির বেশ কয়েকটি এই কাউন্সিলের নিষিদ💟্ধ তালিকাভুক্ত। তবে এই নিষেধাজ্ঞাগুলি এড়াতে নিজেদেরকে মানবিক সংস্থা হিসাবে পুনরায় ব্র্যান্ডিং করেছে তারা৷
তিরুমূর্তি আরও বলেন, ‘এই সন্ত্রাসী সংগঠনগুলো মানবিক সংস্থার ছাতা ব্যবহার করে তহবিল সংগ্রহ করে, জঙ্গি নিয়োগ করে। মানবিক সংস্থার পর্দার আড়ালে পাওয়া ছাড়ের অপব্যবহার করে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলি এই অঞ্চলে এবং তার বাইরেও তাদের সন্ত্রাসী ꦿকর্মকাণ্ড প্রসারিত করে চলেছে। এই বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা উচিত।’
উল্লেখ্য, মুম্বই সন্ত্রাসী হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের নেতৃত্বাধীন জামাত-উদ-দাওয়ার একটি দাতব্য শাখা হল ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশন। ২০১৯ সালে পুলওয়া♚মা সন্ত্রাসী হামলায় ৪০ জন সিআরপিএফ সৈন্য শহিদ হয়েছিলেন। সেই ঘটনার পরে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে লাগাম টেনে ধরার জন্য তীব্র চাপ তৈরি করা হয়েছিল পাকিস্তানের উপর। তখন পাকিস্তান এই সংগঠনগুলিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। সাঈদকে ২০০৮ সালের ডিসেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১২৬৭-এর অধীনে নিষিদ্ধ তা♉লিকাভুক্ত করা হয়েছিল।
যদিও লাহোর হাইকোর্ট গত বছরের নভেম্বরে সন্ত্রাসে অর্থায়নের মামলায় হাফিজ সাইদের সংগঠন জামাত-উদ-দাওয়ার ছয় সদস্যকে বেকসুর খালাস করে দিয়েছিল। হাইকোর্ট ট্রায়াল কোর্টের পাঁচ জেইউডি সদস্যের য𝐆াবজ্জীবন সাজা বাতিল করে। এভাবেই পাকিস্তানে জঙ্গি সংগঠনগুলি মানবিক সংস্থার নামে সন্ত্রাসবাদী কার্যকলাপ এগিয়ে নিয়ে চলেছে। এবং ইসলামাবাদ এতে মূক দর্শকের ভূমিক⛎া পালন করছে।