ভিড় মেট্রো। তারই মাঝে সামনে ব্যাগ নিয়ে বসেছিলেন মহিলা। ব্যাগ সরাতেই দেখা গেল, 🍰তাঁর উর্ধাঙ্গে রয়েছে ব্রালেট, আর তারসঙ্গে পরেছেন মাইক্রো মিনি স্কার্ট। দিল্লির মেট্রোয় এমন আজব পোশাকে মহিলাকে দেখে অনেকেই হতভম্ব হয়েছেন। অনেকে অস্বস্তিতে পড়েছেন। অনেকে এই ইস্যুতে বিতর্ক তুলꩲে রেখেছেন সোশ্যাল মিডিয়ার জিম্মায়! এদিকে, ঘটনার জেরে পোশাক পরা নিয়ে দিল্লি মেট্রো একটি গাইডলাইন পেশ করে। তার জবাব ওই তরুণী সোজা সাপটা দিয়েছেন।
নেটপাড়ায় কেউ তাঁকে বলছেন, ‘দিল্লির উরফি’, কেউ বলছেন, ‘উরফি জাভেদ লাইট’। উল্লেখ্য, বলিউড সেলেব উরফি জাভেদ বিভিন্ন সময়ে আজ পোশাক পরার জন্য খবরের শিরোনাম কেড়েছেন। তবে এবার দিল্লির মেট্রোয় এক মহিলার পোশাক ঘিরে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। যে মহিলাকে ঘিরে এই হইচই তাঁর নাম রিদম চানানা বলে জানা গিয়েছে। এদিকে, মেট্রো কর্তৃপক্ষ তার নতুন জারি করা গাইজলাইনে বলেছে,' আমাদের সব যাত্রীকে মেট্রোর মতো গণপরিবহণে শোভন পোশাক পরার অনুরোধ করা হচ্ছে।' মেট্রো তার গাইডলাইনে লেখে ‘ভ্রমণের সময় কে কী পোশাক পরবেন, তা একান্তই ব্যক্তিগত বিষয়। তবে যাত্রীরা দায়িত্বশীল আচরণ করবেন ও শিষ্টাচার মেনে পোশাক পরবেন বলে আশা।’ মেট্র🐻ো কর্তৃপক্ষের এই বার্তার পর রিদম পাল্টা বক্তব্যে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘দিল্লি মেট্রো নিজেরাই নিয়ম ভুলে যাচ্ছে। সকলেরই জানা, মেট্রোর ভিতরে ভিডিয়ো তোলা নিষিদ্ধ।’ তাঁর দাবি, তিনি যে পোশাক পরেছ🍌িলেন সেদিন, তাতে তাঁর দোষ নেই, বরং যাঁরা ভিডিয়ো করেছেন অপরাধী তাঁরাই।
( সব কাজ নিখুঁত করতে গিয়ে চাপে ভোগেন? মহিဣলাদের এই স্বাস্থ্যগত সমস্যা🦂 আসলে কী! )
( ত্বকের যত্নে চ🌌াল ব্যবহার করুন এভাবে! জেল্লা ফিরে পেতে কিছু ঘরোয়া টিপস)
উল্লেখ্য, দিল্লি জুড়ে এই কীর্তিতে খবরের শিরোনাম কেড়েছেন ১৯ বছর বয়সী ওই তরুণী। রিদম চনানাকে ঘিরে ব্যাপক আলোচনার ঝড় বইছে নেটপাড়ায়। কেউ বলছেন, ঘটনা অশালীন, কেউ নারীবাদী ইস্যুতে বক্তব্য রাখছেন। এরই মাঝে চর্চার কেন্দ্রে এসেছেন রিদম। তিনি বলছেন, উরফি জাভেদকে দেখে তিনি অনুপ্রাণিত🗹 নন। তবে তিনি কী পরবেন, তা সম্পূর্ণ তাঁর ব⛎িষয়, তাঁকে সেটা কেউ বলে দেবে না, বলে ওই সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন।
এই খবরটি আপ⛎নি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক