রো🌃হিঙ্গাদের ভোটার করার অভিযোগ ওঠায় এবার সেদেশের নির্বাচন কমিশনের কাছে তালিকা তলব করল বাংলাদেশ হাইকোর্ট। মঙ্গলবার বাংলাদেশ হাইকোর্টের ২ বিচারপতি বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। ৮ অগাস্টের মধ্যে কমিশনকে রিপোর্ট জমা দিতে বলেছে হাইকোর্ট।
আরও পড়ুন - প্রথমবার মন্ত্রিত্ব পেয়েই দুই মন্ত্রকের MoS সুকান্ত! শান্তনু প🐬েলেন কোন দায়িত্ব?
পড়তে থাকুন - ‘হারের মূল ꦕকারণ হল…’ বঙ্গ বিজেপির 'ঘুঘু'দের নিয়ে বিস্ফোরকꦕ অনুপম
পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশেও অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে রোহিঙ্গা অনুপ্রবেশ সমস্যা। সেদেশেও শাসকদল আওয়ামি লিগের নেতাদের একাংশের সহযোগিতায় রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে তোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঠিক যেমন অভিযোগ উঠেছে সন্দেশখালির তৃণমূলি মাফিয়া শাহজাহানের বিরুদ্ধে। বাংলাদেশে রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে তোলা হয়েছে বলে সেদেশের সর্বোচ্চ আদালত♈ে মামলা দায়ের হয়।
মামলাকারীর অভিযোগ, ২০১৬ সাল থেকে বাংলাদেশের কক্সবাজারের ইদ๊গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মদতে রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে তোলা হয়েছে। এই নিয়ে সেদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে দাবি করা হয়, বাংলাদেশে 🍎আশ্রয়প্রাপ্ত অন্তত ৩৭০ জন রোহিঙ্গহাকে বার্থ সার্টিফিকেট ও ন্যাশনাল আইডি কার্ড দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের কাছে অভিযোগ দায়ের করেন স্থানীয় এক বাসিন্দা। তাঁর দাবি, এদের মধ্যে অন্তত ৩৮ জন সেদেশের ভোটাধিকার পেয়ে গিয়েছেন।
বিষয়টি নিয়ে তদন্তে নেমে স্থানীয় প্রশাসন রিপোর্ট পেশ করে জানায়, যে ৩৮ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে তাদের মধ্যে ৩৫ জনই রোহিঙ্গা। তাদের নাম বাংলাদেশের ভোটার তালিকায় রয়েছে। এর পর এক নির্দেশে ওই ৩৫ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বাংলাদেশ হাইকোর্ট। সঙ্গে কত জন রোহিঙ্গাকে কক্সবাজারে ভোটার করা হয়েছে তার তালিকা ৬ জুনের মধ্যে তলব করে আদালত। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তালিকা আদালতে জমা দিতে পꦆারেনি বাংলাদেশ নির্বাচন কমিশন। মঙ্গলবার সেই মামলার শুনানিতে গোটা বাংলাদেশে কতজন রোহিঙ্গার নাম ভোটার লিস্টে রয়েছে তার তালিকা জমা দিতে বলেছে ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন - চার কেন🅘্দ্রে উপনির্💯বাচনের দিন ঘোষণা, বাকিগুলোতে হল না কেন? কমিশনে চিঠি তৃণমূলের
মামলাকারীর আইনজীবী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগে রোহিঙ্গাদের এদেশে শরণার্থী হিসাবে গ্রহণ করা হয়েছে। কিন্তু তারা ক্রমশ জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক হয়ে উঠছে। শুধু কক্সবাজার নয়, নোয়াখালি, ভোলাসহ বিভিন্ন জেলায় রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে ঢোকানো হয়েছে। রোহিঙ্গাদের ভোটার তালিকায় নাম তোলা নিয়ে ১৮টি মামলা রুজু হয়েছে চট্টগ্রামে। শুধুমাত্র কক্সবাজার উপজেলায় ৩৪০ জন 🥂রোহিঙ্গার নাম ভোটার তালিকায় তোলা হয়েছে।’