কাশ্মীরি পণ্꧒ডিতদের গণহত্যার প্রেক্ষাপটে নির্মিত সিনেমা দ্য কাশ্মীর ফাইলস নিয়ে সম্প্রতি রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। দেশের রাজনৈতিক মহলে সবচেয়ে চর্চিত ইস্যু এখন এই সিনেমা। এই আবহে এবার সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে অবিলম্বে রাজ্যসভার সদস্য করার আবেদন জানালেন কাশ্মীর পিপলস কনফারেন্সের চেয়ারম্যান সজ্জাদ লোন। লোনের দাবি, যদি এখনই বিবেককে রাজ্যসভার সাংসদ না করা হয়, তাহলে তিনি এই ধরনের সিনেমা বানাতে থাকবেন।
বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলসকে কল্পকাহিনী বলে আখ্যা দেন সজ্জাদ লোন। জম্মু ও কাশ্মীরের নেতা বলেন যে কাশ্মীরি পণ্ডিতদের দুর্ভোগকে♕ কেউ অস্বীকার করছে না। কিন্তু তাঁর দাবি, কাশ্মীরি মুসলমানরা পণ্ডিতদের চেয়ে ৫০ গুণ বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।সজ্জাদ লোন এদিন বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাব যাতে তাঁকে (বিবেক আগ্নিহোত্রী) রাজ্যসভার সাংসদ করা হয়। না হলে তিনি আর কী করবেন জানি না। এখন একটি নতুন প্রবণতা শুরু হয়েছে যে বিবেক আগ্নিহোত্রী এবং অনুপম খেরের মতো লোকেরা রাজ্যসভায় যেতে মরিয়া। তাঁদের রাজ্যসভায় পাঠানো উচিত, নইলে তাঁরা এই দেশকে বিদ্বেষে নিমজ্জিত করবে।’
লোন আরও বলেন, ‘কাশ্মীরি পণ্ডিতদের প্রতি অবিচার নিয়ে কোনো সন্দেহ নেই। পণ্ডিতদের তুলনায় কাশ্মীরি মুসলমানরা ৫০ গুণ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি শুধুমাত্র একটি সম্প্রদায়ের ব্যথা নথিভুক্ত করতে পারবেন না। আমরা সবাই এতে একসাথে আছি। আমিও বুলেটে হারিয়েছি 🐬আমার বাবাকে।’