ফারুক আবদুল্লাহ মুখ্যমন্ত্রী থাকাকালীনই শুরু হয়েছিল কাশ্মীরি পণ্ডিতদের উচ্ছেদের ঘটনা। সেই তাঁকেই দ্য কাশ্মীর ফাইস সিনেমা নিয়ে প্রশ্ন করা হলে বেজায় চটলেন ন্যাশনাল কনফারেন্সের নেতা। সংসদের বাইরে সাংবাদিকদের জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি মনে করি তাদের (বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার) একটি কমিশন নিয়োগ করা উচিত এবꦅং সেই কমিশনই তাদের বলবে যে কে দায়ী... আপনি সত্য জানতে চান, আপনার একটি কমিশন নিয়োগ করা উচিত।’
বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমাটিতে কাশ্মীরি পণ্ডিতদের উচ্ছেদের সময় ফারুক আবদুল্লাহকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখানো হয়েছে। শুক্রবার ফারুক আবদুল্লাহর ছেলে ওমর আবদুল্লাহ বলেন, ‘কাশ্মীর ফাইলস সিনেমায় অনেক মিথ্যা জিনিস দেখাꦏনো হয়েছে।’ উল্লেখ্য পণ্ডিতদের গণহত্যা শুরুর কিছু আগেই মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন ফারুক আবদুল্লাহ। তবে কাশ্মীরি 🐽পণ্ডিতদের কাশ্মীর ছেড়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়ার ঘটনা তাঁর পদত্যাগের আগের থেকেই ঘটছিল।
এর আগে ওমর এই বিষয়ে বলেছিলেন, ‘এটি কি তথ্যচিত্র? তাহলে তো এতে সত্যি ঘটনা দেখানো উচিত। কিন্তু ছবিটি সম্পর্কে 🐬তো বলা হচ্ছে, এটি সত্য ঘটনার উপর নির্ভর করে তৈরি ফিচার ফিল্ম। যখন কাশ্মীরি পণ্ডিতরা ঘরছাড়া হন, তখন ফারুক আবদুল্লা মুখ্যমন্ত্রী ছিলেন না। তখন জগমোহন ছিলেন জম্মু এবং কাশ্মীরের রাজ্যপাল। আর তখন ভিপি সিংয়🌞ের সরকার ছিল কেন্দ্রে। সেটি ছিল বিজেপি সমর্থিত সরকার।’