বেশ কিছুদিন ধরে ভারতের শেয়ার বাজার নির্দিষ্ট সীমার মধ্যে ওঠা নামা করছে। বৃহস্পতিবার নতুন উচ্চতায় পৌঁছলেও দিনের শেষে তা ধরে রাখতে পারেনি Nifty 50. বিশেষজ্ঞরা বলছেন, আপাতত উত্থান বা পতনের কোনও দিশা খুঁজে পাচ্ছে না বাজার। যার ফলে আগামী কিছুদিন বাজার সীমাবদ্ধ ওঠা - নামার সাক্ষী হতে পারে। ওপরের দিকে ২২৬৫০ Nifty50র জন্য খুব গুরুত্বপূর্ণ সীমা। এই সীমা অতিক্রম করতে না পারলে সূচকের ধারাবাহিক উত্থানের সম্ভাবনা নেই বলেই মনে করছ♕েন বিশেষজ্ঞরা। তেমনই নীচের দিকে ২২৩০০ পর্যন্ত নামতে পারে Nifty. তার থেকেও নিতে সূচকের পতন হতে পারে ২১৯০০ পর্যন্ত।
ওদিকে RBI আর্থিক নীতি ঘোষণার পরও ꦺBank Nifty ৪৮,০০০ এর ওপরᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚে রয়েছে। যাতে অনুমান করা হচ্ছে, আগামী সপ্তাহে ফের Bank Nifty নতুন শিখরে পৌঁছতে পারে।
যে শেয়ারগুলি কিনবেন
গদরেজ প্রপার্টিজ়
কিনবেন - ২,৫১৪ টাকা । লক্ষ্য - ২,৭০০ টাকা । স্টপ লস - ২,৪০০ টাকা
বিশেষজ্ঞরা বলছেন এই শেয়ারটি বেশ কিছুদিন সীমাব💜দ্ধ ওঠা নামার পর নতুন উচ্চতায় পৌঁছেছে। এছাড়া শেয়ারের দাম গুরুত্বপূর্ণ সূচকের ওপরে বজায় রয়েছে। যাতে মনে করা হচ্ছে, এই শেয়ারটির দাম আগামীতে আরও বাড়তে পারে। শেয়ারের দাম বৃদ্ধির সূচকও এই বৃদ্ধির সংকেত দিয়েছে। সব ঠিক থাকলে এই শেয়ারটির দাম ২,৭৫০ টাকাতেও পৌছতে পারে।
ফর্টিস হেলথকেয়ার
কিনবেন – ৪৩৭.৫ টাকা । লক্ষ্য – ৪৮০ টাকা । স্টপ লস – ৪২৪ টাকা
সম্প্রতি এই শেয়ꦑারটিও নতুন উচ্চতায় পৌঁছেছে। যার ফলে শেয়ারটির দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন অনেকে। এছাড়া শেয়ারটির দাম সমস্ত গুরুত্বপূর্ণ সূচকের ওপরে রয়েছে। শেয়ারের 💃দর বৃদ্ধির পূর্বাভাস দেয় যে সূচক তাতেও তার ইঙ্গিত পাওয়া গিয়েছে।
গ্রানিউলস ইন্ডিয়া
কিনবেন – ৪৫৩.৫ টাকা । লক্ষ্য – ৪৮৬ টাকা । স্টপ লস – ৪৩৪ টাকা
গত কয়েকদিন ধরেই এই ꦑশেয়ারটি বিনিয়োগকারীཧদের বেশ ভালো টাকা উপার্জন করে দিয়েছে। যার ফলে আগামীতেও শেয়ারটির দরবৃদ্ধির ধারা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। শেয়ারটির দর যাবতীয় গুরুত্বপূর্ণ সূচকের ওপরে রয়েছে।
লেখক – রূপক দে, সিনিয়র টেকনিক্যাল অ্যানালিস্ট, এলকেপি সিকিওরিটিজ়
সতর্কীকরণ – এই প্রতিবেদনটি হিন্দুস্তান টাইমস বাংলার ভগিনী প্রকাশনা সংস্থা লাইভ মিন্টে প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনে যাবতীয় সুপারিশ লেখকের ব্যক্তিগত। বিনিয়োগকারীদের অনুরোধ, আপনারা নিজস্ব আর্থিক পরামর্শদাতার সঙ্গে আলোচনা করে বিনিয়োগের সিদ্ধান্ত নিন।