ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত থমাস ম্যাথিউ ক্রুকসকে খতম করেছে সিক্রেট সার্ভিস এজেন্টরা। সেই বন্দুকবাজ যুবকের যাবতীয় তথ্য জানতে এখন তদন্তে নেমেছে এফবিআই। আর যত সময় যচ্ছে, ততই চাঞ্চল্যকর সব তথ্য জানা যাচ্ছে ক্রুকসের বিষয়ে। এদিকে রিপোর্টে দাবি করা হয়, ক্রুস শান্ত স্বভাবের যুবক ছিল। স্কুলে অন্য পড়ুয়ারাই বরং তাকে চমকাত, ধমকাত। (আরও পড়ুন: ঝুলিতে ২টি পুলিৎজার, ট্রাম্পে♏র ক🌱ান ঘেঁষে যাওয়া গুলির ছবি তোলা সাংবাদিককে চেনেন?)
আরও পড়ুন: প🌳ুরীর রত্ন ভাণ্ডারের দরজা খুলতেই ভাঙল 'পৌরাণিক বিশ্বাস'! দেখা গেল কী?
আরও পড়ুন: প্রকাশ্যেജ কেলেঙ্কা﷽রি, ভিডিয়ো ভাইরাল হতেই 'পলাতক' IAS পূজা খেদকরের মা
থমাস ক্রুকস ২০২২ সালে বেথেল পার্ক হাইস্কুল থেকে গ্র্যাজুয়েট হয়েছিলেন। পিটসবার্গ ট্রিবিউনের রিভিউতে তেমনটাই উল্লেখ করা হয়েছে। ন্যাশানাল ম্যাথ অ্যান্ড সায়েন্স ইনিসিয়েটিভে তিনি ৫০০ ডলার স্টার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এই আবহে ২০২২ সালে তার গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের একটি ভিডিয়ো সামনে এসেছে। নিউ ইয়র্ক টাইসমের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে ওই ছাত্র হাইস্কুলের ডিপ্লোমা নিচ্ছে। এবিসি নিউজে ররিপোর্টে দাবি করা হয়েছে, ক্রুকস স্কুলে সবসময় একাই থাকত। তবে তাঁর স্কুলের কোনও বন্ধুরা তাঁকে ট্রাম্প বা রাজনীতি নিয়ে কোনও আলোচনা করতে শোনেনি। এদিকে তার পোশাক, এবং ভাবমূর্তির জন্যে বাকিদের কাছ থেকে কথা শুনতে হত ক্রুকসকে। (আরও পড়ুন: '৩১% হারে দিতে হবে মহার্ঘ ভাতা…', ডিএ 🌼মামলায় ৬-১ ব্যবধানে এগিয়ে সরকারি কর্মীরা)
আরও পড়ুন: 'এক ছাদ থেকে অন্য ছাদে…', ট্🤡রাম্পকাণ্ডে নয়া দাবি, আরও প্রবল হল বিতর্ক
প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে যে গুলি চালানো ক্রুকস আদতে একজন রেজিস্টার্ড রিপাবলিকান ভোটার ছিলেন। ক্রুকস সামনের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার কথা ছিল তাঁর। যেখানে এই ঘটনা হয়েছে সেখান থেকে খুব একটা দূরে তাঁর বাড়ি ছিল না। ঘণ্টা খানেকেই নিজের বাড়ি থেকে ঘটনাস্থলে এসেছিল ক্রুকস। রিপোর্ট অনুযায়ী, ক্রুকসের বয়স যখন ১৭ বছর তখন সে অ্যাক্ট ব্লু নামে একটি সংগঠনকে ১৫ ডলার অনুদান দিয়েছিল। এই সংগঠন ডেমোক্র্যাটিকদের জন্য চাঁদা তোলে। এই আবহে ক্রুকসের রাজনৈতিক মতাদর্শ নিয়ে ধন্দ তৈরি হয়েছে তদন্তকারীদের মধ্যেই। তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে ক্রুকস নিজেকে 'ট্রাম্প বিরোধী' বলে আখ্যা দিয়ে আসত বলে দাবি একাধিক প্রতিবেদনে। (আরও পড়ুন: 'আমাদের মধ্যে বিরোধ থাকতে পারে, তবে আমরা শত্রু নই', ট্রাম্পকে নিয়ে বললেন বাই🍃ডেন)
আরও পড়ুন: ট্রাম্পকে হত্যার চেষ্টা কি কোনও বৃহত্তꦍর ষড়যন্ত্র? তদন্তে নেমে মুখ খুলল FBI
রিপোর্ট অনুযায়ী, এই তদন্তের দায়িত্বে আছেন এফবিআই ফিল্ড এজেন্ট কেভিন রোজেক। তিনি জানান, ক্রুকস এআর-৫৫৬ ধরনের রা🐽ইফেল ব্যবহার করে এই হামলা চালিয়েছিল। সেই বন্দুকটি ক্রুকসের বাবা বৈধ উপায়েই কিনেছিলেন। তবে সেই আগ্নেয়াস্ত্র ক্রুকসের হাতে কী করে এল, তা খুঁজে বের করতে তদন্ত জারি রাখা হয়েছে। এদিকে ক্রুকসের ফোন ঘেঁটেও আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে। এদিকে তদন্তকারীরা জানান, ক্রুকসের পরিবার তদন্তে ♋তাদের সাহায্য করছে। এদিকে থমাসের গাড়িতে একটি বিস্ফোরক ডিভাইস পাওয়া গিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে, তিনি ওই গাড়িটি চালিয়ে সমাবেশে এসেছিলে সে। এদিকে ক্রুকসের বাড়িতেও বিস্ফোরক পদার্থ পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে।