হিন্দু মহাসভার স্বাধীনতা দিবসের মিছিল ঘিরে বিতর্ক। বার্তা সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, উত্তরপ্রদেশের মুজাফফরনগরে স্বাধীনতা দিবসে মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের ছবি সহ একটি মিছিল বের করেছিল হিন্দু মহাসভা। সোশ্যাল মিডিয়ায় সেই মিছিলের ভিডিয়ো ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। এরপরই শুরু হয়েছে জোর বিতর্ক। ভিডিয়োতে দেখা যায়, হিন্দু মহাসভার কর্মীরা তেরঙ্গা মিছিল করছেন। সেই মিছিলে একটি গাড়ি আছে, যাতে নাথু📖রাম গডসের একটি বড় ছবি রয়েছে।
হিন্দু মহাসভার জাতীয় সভাপতি যোগেন্দ্র ভার্মা মঙ্গলবার এই ঘটনা প্রসঙ্গে জানান যে তাদের কর্মীরা ১৫ অগস্ট গডসে সহ বেশ কয়েকজন বিপ্লবীর ছবি নিয়ে যাত্রা করেছিল। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি যে গডসে গান্🤡ধীর জাতি বিরোধী নীতির বিরুদ্ধে পদক্ষেপ করেছিল।’ তিনি আরও বলেন, ‘গান্ধীর নীতির কারণেই🤡 তাঁকে হত্যা করতে বাধ্য হয়েছিলেন গডসে।’
হিন্দু মহাসভার নেতা আরও বলেন, ‘গডসে তাঁর নিজের মামলা লড়েছিলেন এবং সরকারের উচিত, তিনি আদালতে যা বলেছিলেন তা প্রকাশ করা। সরকার চায় না যে জনগণ জানুক যে গান্ধীকে কেন হত্যা করা হয়েছিল। গান্ধীর কিছু নীতি ছিল হিন্দুবিরোধী। দে🧸শভাগের সময় ৩০ লাখ হিন্দু এবং মুসলমানদের হত্যা করা হয়🎶েছিল এবং এর জন্য গান্ধী দায়ী ছিলেন।’
উল্লেখ্য, ১৯৪৯ সালের ১🥃৯ নভেম্বর মহাত্মা গান্ধীকে হত্যার দায♋়ে গডসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই গডসেকে নিয়েই কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা জারি থাকে। কংগ্রেস বারংবার অভিযোগ করেছে, বিজেপি ও আরএসএস নাথুরাম গডসের ভাবধারায় বিশ্বাসী। বিজেপি যদিও এই অভিযোগ খারিজ করে এসেছে।