ঘটনা উত্তরপ্রদেশের লখিমপুর খিরি এলাকার। সেখানে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারা কার্যত এখনও ত্রস্ত। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাত থেকে স্কুলের ছাদে প্রায় ৩০ জন মতো ছাত্রীকে পণবন্দি করে রাখেন দু'জন শিক্ষক। তাঁদের দাবি ছিল, যাতে কোনও ক্রমেই তাঁদের 🌸বদলি ক✃ার না হয়।
লখিমপুর খিরি এলাকার শিক্ষক আধিকারিক লক্ষ্মীকান্ত পাণ্ডে জানান, ওই দুই শিক্ষক নিজেদের বদলি আটকানোর জন্য জেলা আধিকারিকদের ওপর চাপ দিতেই এমন কাণ্ড ঘটিয়েছেন। এছাড়াও ওই দুই শিক্ষকদের ওপর বহুদিন ধরেই কিছু নিয়মানুবর্তিতা সম্পর্কীয় শাস্তি লাগু হয়। যার জেরেই বদলির সিদ্ধান্ত উঠে আসে প্রশাসনিকস্তর থেকে। আর সেই সিদ্ধান্ত পাল্টানোর চেষ্টাতেই ছিলেন শিক্ষকরা, বলে অভিযোগ। এদিকে স্কুলের ভিতর যখন পড়ুয়াদের এভাবে পণবন্দি করা হচ্ছিল, তখনই স্কুলের ওয়ার্ডেন প্রশাসনিক কর্তাদের খবর দেন। মুহূর্তে স্কুলে ছুটে আসে পুলিশ। আরও পড়ুন-মসজিদের ভি🐼তর মিলল মন্দিরের স্থাপত্যশ✱ৈলী! শুরু তোলপাড়, প্রশাসন কোনপথে?