আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে দেশে আরও ৪০ জোড়া (৮০টি) বিশে🍎ষ ট্রেন চালু হবে। সেজন্য আজ (১০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে আসন সংরক্ষণ বা রিজার্ভেশন 𝔉প্রক্রিয়া।
গত শনিবার রেলের তরফে ঘোষণা করা হয়েছিল, 'আগামী ১২ সেপ্টেম্বর থেকে ৮০ টি বা ৪০ জোড়া নয়া স্পেশাল ট্রেনের পরিষেবা 𒉰শুরু 𒊎হবে। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সংরক্ষণ (রিজার্ভেশন)। এখন যে ২৩০ টি ট্রেন চলছে, তার পাশাপাশি এই ট্রেনগুলি চলবে।'
কীভাবে নয়া ৪০ জোড়া ট্রেনের টিকিট কাটবেন, দেখে নিন -
১)꧑ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ🍒্যান্ড ট্যুরিজম সার্ভিসের (আইআরসিটিসি) অফিসিয়াল ওয়েবসাইট -তে যান।
২) যদি আগে থেকেই আইআরসিটিসিতে অ্যাকাউন্ট থাকে, তাহলে নতুন করে রেজিস্টার করতে হবে না। নাহলে আইআরসিটিসি ওয়েবসাইটের উপরে ডানদিক ঘেঁষে ‘রেজিস꧅্টার’ (Resigter) অপশনে ক্লিক করুন। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন। সেই তথ্য রেখে দিন।
৩) ‘ইউজার নেম’ (User🔴 N🅷ame) ও ‘পাসওয়ার্ড’ (Password) দিয়ে লগ-ইন করুন।
৪) তারপর নিজের প্রয়োজনীয় ট্রেন বেছে নিন। সেই ট্রেনে আসন কতগুলি ফাঁকা পড়ে আছে, তা কত নম্বর 🍒ওয়েটিং লিস্ট আছে, তা দেখতে পাবেন।
৫) তারপর ‘বুক নাও’-তে (Book Now) ক্লিক করুন।
৬) যাত্রীর নাম এবং তাঁর বিষয়ে কয়েকটি তথ্য দিতে হবে। স্ক্রল করে নীচে নামুন। মোবাইল নম্বর ও ‘ক্যা🦩পচা কোড’ (Captcha Code) দিন। তারপর ‘বুকিং’-এ (Booki꧅ng) ক্লিক করুন।
৭) ট্রেনের ভাড়🐓া দিতে হবে। ক্রেডিট কার্ড꧒ বা ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআইয়ের মাধ্যমে টাকা দিতে পারবেন।
৮) টাকা দেওয়ার পর টিকিট ডাউনলোডဣ করতে পারবেন। আপনার ফোনেও মেসেজ পাবেন।