শেষ মুহূর্তে ট্রে🌠নে যাত্রার জন্য তৎকাল টিকিট কাটবেন? সেই কাজটা আরও সহজ করে তোলার জন্য নয়া এꦚকটি অ্যাপ চালু করল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এবং ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (আইআরসিটিসি)। সেই ‘কনফার্ম টিকিট’ অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে অনায়াসে যাত্রীদের তৎকাল টিকিট কাটার সুযোগ দিচ্ছে ভারতীয় রেল।
কীভাবে টিকিট বুকিং করবেন?
১) ওয়েবসাইটে যান।
২) 🔴তারপ🅠র কোন স্টেশন থেকে যাত্রা করবেন এবং কোন স্টেশন পর্যন্ত যাত্রা করবেন, তা বেছে নিন।
৩) তারপর যাত্রার তারিখ বেছে নিন।
৪) এবার ট্রেন বেছে নিন।
৫) আপনার ফোন নম্বর দিꦡতে হবে। নির্দিষ্ট জায়গায় ফোন নম্বর দিয়ে ‘Get OTP’-তে ক্লিক করুন।
৬) আপনার ফোনে যে OTP আসবে, তা নির্দিষ্ট জায়গায় লিখে 📖‘Submit’ করতে হবে।
৭) তারপর কোন শ্রেণিতে যাতায়াত করবেন, তা বেছে নিন
৮) আবার ট্রেন বেছে নিন।
৯) তারপর ‘Enter IRCTC User ID’ আসবে। সেখানে নিজের আইআরসিটিসি আইডি দিন। যদি আগে থেকে আপনার আইডি না থাকে, তাহলে 'Create IRCTC Account'-তে আইডি তৈরি করতে পারবেন। যদি আইড🌳ি থাকে, তাহলে তা লিখে ‘Proceed’ করুন।
১০) তারপর কোন স্টেশন থেকে উঠবেন দেখে নিন। নিজের লিঙ্গ, পুরো নাম, খাবার নেবেন কিনা, কোন ব🔯ার্থ নিতে ইচ্ছুক-সহ ইত্যাদি তথ্য দিন। 'I agree to the CANCE♊LLATION & REFUND POLICY'-র চেকবক্সে ক্লিক করে ‘Proceed’ করুন।
১১) তারপর অনলাইনে টাকা পেমেন্ট করে দিন।
কীভাবে অ্যাপ ডাউনলোড করবেন?
confirmt𓃲kt.com ওয়েবসাইট থেকে সেই অ্যাপ ডাউনলোড করতে পারবেন। গুগল প্লে স্টোর, অ্যাপেল অ্যাপ স্টোর থেকে সেই অ্যাপ ডাউনলোড করার সুযোগ পাবেন যাত্রীরা।
কোন কোন ট্রেনের জন্য টিকিট কাটতে পারবেন?
confirmtkt.com থেকে শতাব্দী এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, গরিব রথ, জনশতাব্দী, সম্পর্কক্রান্তি-সহ যাবতীয় এক্সপ্রেস, ইন্টারসিটি, সুপারফাস্ট ট্রেনের তৎকাল টিকিট কাটা ꩲযাবে।