খাতায়কলমে ১ নভেম্বর (শুক্রবার) থেকে দূরপাল্লার ট্রেনের অগ্রিম টিকিট বুকিংয়ের নয়া নিয়ম শুরু হচ্ছে। এখন যে ১২০ দিন আগে থেকে ট্রেনের টিকিট কাটতে হয়, সেটা ১ নভেম্বর থেকে কমে দাঁড়াচ্ছে ৬০ দিন। কিন্তু সেই নয়া নিয়মের আওতায় টিকিট কাটার জন্✤য আরও মাসদুয়েক অপেক্ষা করতে হবে। হিসাব অনুযায়ী, যাঁরা আগামী ১ মার্চের ট্রেনের জন্য টিকিট কাটবেন, তাঁরাই প্রথম নয়া নিয়মের আওতায় অগ্রিম বুকিং করতে পারবেন। আর সেটার পিছনে কোনও রহস্য নেই। নেপথ্যে আছে রেলেꦡর ১২০ দিনের নিয়ম।
আজ থেকে কাটা যাচ্ছে ২৮ ফেব্রুয়ারির ট্রেনের টিকিট
আসলে আজ (৩১ অক্টোবর) পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ১২০ দিনের নিয়ম চালু আছে। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশ꧂নের (আইআরসিটিসি) ওয়েবসাইট অনুযায়ী, আজ থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির ট্রেনের টিকিট কাটার ಞ‘উইন্ডো’ খুলে গিয়েছে। অর্থাৎ আজ সকাল আটটা থেকে আইআরসিটিসির ওয়েবসাইট বা কাউন্টারে গিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারির ট্রেনের টিকিট কাটা যাচ্ছে।
৩১ ডিসেম্বরের টিকিট কাটতে হয়েছে ২ সেপ্টেম্বর
এবার ১ নভেম্বর থেক🐼ে ৬০ দিনের নিয়ম চালু হচ্ছে। আর ১ নভেম্বর থেকে ৬০ দিনের হিসাব 𝄹করলে যে তারিখটা পাওয়া যায়, সেটা হল চলতি বছরের ৩১ ডিসেম্বর। কিন্তু যাঁরা ৩১ ডিসেম্বরের ট্রেনে যাবেন, তাঁরা ইতিমধ্যে টিকিট কেটে ফেলেছেন। ৩১ ডিসেম্বর থেকে ১২০ দিন যদি বাদ দেওয়া যায়, তাহলে যে দিনটা পাওয়া যায়, সেটা হল ২ সেপ্টেম্বর। আর ২ সেপ্টেম্বরে তো ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে ১২০ দিনের নিয়ম চালু ছিল। ফলে যাঁরা ৩১ ডিসেম্বরের ট্রেনে যাবে ভেবে পরিকল্পনা সেরে রেখেছেন, তাঁদের টিকিট কাটার সময়সীমা শুরু হয়েছিল ২ সেপ্টেম্বর থেকেই।
১ মার্চের ট্রেন দিয়ে ৬০ দিনের নিয়মের যাত্রা শুরু
আর সেভাবেই পরপর দিন ধরে এগিয়ে গিয়ে আজ থেকে যে দিনের টিকিট বুকিং প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা হল ২৮ ফেব্রুয়ারির। অর্থাৎ ১ মার্চ বা পরবর্তী দিনের ট্রেনের টিকিট যাঁরা কাটবেন, তাঁদের ক্ষেত্রে আর ১২০ দিনের কার্যকর হবে না। যাঁরা ১ মার্চের ট্রেনে য൩াবেন বলে টিকিট কাটার পরিকল্পনা করেছেন, তাঁদের ৩১ ডিসেম্বর টিকিট কাটতে হবে।
তাহলে ব্যাপারটা কী দাঁড়াল?
অর্থাৎ খাতায়কলমে ট্রেনের অগ্রিম টিকিট কাটার ক্ষেত্রে ১ নভেম্বর থেকে নয়া নিয়ম চালু হচ্ছে। কিন্তু যেদিন থেকে সেই নিয়মের ভিত্তিতে প্রথম টিকিট কাটা যাবে, সেটা হল ৩১ ডি🅷সেম্বর। আর য🐓েদিনের ট্রেনের টিকিট কাটা যাবে, সেটা হল ১ মার্চ।
বিশেষ দ্রষ্টব্য: অগ্রিম টিকিট কাটা যাবে বলতে যেদিন থেকে টিকিট বুকিংয়ের প্রক্রিয়া শুরু হবে, সেটা বোঝানো হয়েছে। খাতায়কলমে ১ মার্চেরﷺ টিকিট কাটা যাবে ২৮ ফেব্রুয়ারিও। যদি ১২০ দিনের নিয়মই চালু থাকত, তাহলে ২০২৫ সালের ১ মার্চের ট্রেনের টিকিট কাটতে হত ২০২৪ সালের ১ নভেম্বর♓। কিন্তু ৬০ দিনের নয়া নিয়ম চালু হওয়ায় সেটা সম্ভব হবে না। তাঁরা টিকিট কাটতে পারবেন ৩১ ডিসেম্বর থেকে।