বগটুইকাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। তার আঁচ পড়েছে দিল্লিতেও। ইতিমধ্যেই বঙ্গ বিজেপির নেতারা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করে চাপ বাড়িয়েছে রাজ্যের। কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবিতে সরব হয়েছে বঙ্গ বিজেপি। তারপরেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা একটি কমিটিও গঠন করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের বগটুই পরিদর্শনে আসারও কথা রয়েছে। এবার ঘটনার প্রকৃত পরিস্থিতির বিবরণ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন তৃণমূলের প্রতিন♊িধি দল। সূত্রের খবর, আজ বৃহস্পতিবার উত্তর কলকাতার সাংসদ তথা লোকসভায় তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে দেখা করার কথা রয়েছে।
বিজেপি এই ঘটনাকে রাজনৈতিক হিংসা বলে দাবি করে আসলেও অবশ্য তৃণমূল প্রথম থেকেই দাবি করে আসছে পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা। বুধবার এই দাবিতে লোকসভায় সরব হয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘পার🍃িবারিক বিবাদের জেরে নিহত হয়েছিলেন পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। পরিবারের গোলমালের ফলেই এই ঘটনা ঘটেছে। এটা কোনও রাজনৈতিক দলের লড়াই নয়। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিট গঠন করেছেন। এ ঘটনার তদন্তের জন্য সেখানে রয়েছেন উচ্চপদস্থ আধিকারিকরা। ২০ জনকে ইতিমধ্যে এ ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ।’
উল্লেখ্য, গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের ভাষণে বগটুই নিয়ে দুঃখ প্রকাশ করে তদন্তে রাজ্যে🌟র উপর আস্থা রেখেছেন। তিনি রাজ্যকে তদন্তে সবরকমভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ঘটনার পরেই দেখা যায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অমিত শাহের সঙ্গে দেখা করে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি জানান। বৈঠক শেষে তিনি জানান, ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।