জামিনে মুক্তি পেয়েই ফের গ্রেফতার তৃণমূল কংগ্রেস নেতা সাকেত গোখলে। এই নিয়ে চরম রাজনৈতিক তরজা শুরু হয়ে🎀ছে। আর তাই এবার গুজরাটে পা রাখলেন তৃণমূলের সাংসদরা। জানা গিয়েছে, সাকেতের গ্রেফতার🎃ির প্রতিবাদ জানাতে দোলা সেন, অসিত কুমার মাল, সুনীল মণ্ডল এবং খালিলুর রহমান গুজরাট গিয়েছেন।
প্রসঙ্গত, মোদীর নামে ভুয়ো টুইট মামলায় দুই দিনের পুলিশি হেফাজতে ছিলেন সাকেত। এরপর বৃহস্পতিবারই জামিন পেয়েছিলেন তিনি। এই নিয়ে সাংসদ ডেরেক ও'ব্রায়েন দাবি করেন, আমদাবাদের সাইবার ꦛপুলিশ স্টেশন থেকে বের হয়ে যাওয়ার সময়, নোটিশ বা ওয়ারেন্ট ছাড়াই পুলিশ তাঁকে ফের গ্রেফতার করে অজানা গন্তব্যে নিয়ে যায়। ডেরেক টুইট করে লেখেন, ‘তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভা সাংসদরা গুজরাট যাচ্ছেন। মৌরবি ব্রিজ দুর্ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। অথচ তৃণমূল মুখপাত্রকে একাধিক মিথ্যা মামলায⭕় জড়িয়ে গ্রেফতার করা হয়েছে। সাকেতের হার্টের অসুখ রয়েছে।’
এদিকে টুইট করে ক্ষোভ উগরে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক টুইট বার্তায় লেখেন, ‘গত তিন দিনের মধ্যে গুজরাট পুলিশ সাকেত গোখলেকে দু'বার গ্রেফতার করেছে, তাও এখনও আদর্শ আচরণবিধি বহাল রয়েছে! নির্বাচন কমিশন সম্পূর্ণরূপ😼ে আত্মসমর্পণ করেছে। ক্রমাগত তারা বিজেপির অনুগত হিসাবে কাজ করে চলেছে। গণতন্ত্র⛦ ধ্বংসের মুখে রয়েছে!’
উল্লেখ্য, সাকেতের বিরুদ্ধে অভিযোগ, মোরবি সেতুর বিপর্যয়ের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়েছেন তিনি৷ তাঁর বিরুদ্ধে আমেদাবাদে একটি অভিযোগ দায়ের হয়৷ এরপরে🥃ই তাঁকে গ্রেফতার করে পুলিশ৷ প্রসঙ্গত, মৌরবীতে ব্রিজ ভেঙে পড়েছিল। তা নিয়েই টুইট করেছিলে🍬ন সাকেত। সেখানে লেখা হয়েছিল প্রধানমন্ত্রীর মৌরবি সফরে ৩০ কোটি খরচ হয়েছে। এনিয়ে সংবাদপত্রের কাটিং ও আরটিআইয়ের জবাব উল্লেখ করা হয়েছিল। পরে অবশ্য পিআইবি টুইট করে সেই দাবি খারিজ করে। অভিযোগ ওঠে, সাকেত ভুয়ো নথির বরাত দিয়ে মোদীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছেন।