তাঁর ক্ষোভ প্রশমনে বিজেপি বড় সিদ্ধান্ত নিয়েছে। তাঁকে এবার রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর মেয়াদ পূর্ণ করার আগে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবার আবার তিনি বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন। হ্যাঁ, তিনি ত্রিপুরার প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এবার তাঁর পায়ে দেখা গিয়েছে ৭৫ হাজারি জুতো! আর তা নিয়েই তোলপাড় নেটদুনিয়া। কারণ কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রর নামী ব্র্যান্ডের ব্যাগের দাম নিয়ে যারা প্রশ্ন তুলেছিল, তাদের দলের নেতার 🐻পায়েই এই ‘মহার্ঘ’ জুতো নিয়ে অস্বস্তিতে গেরুয়া শিবির। ‘লুই ভিতাঁ’ ব্র্যান্ডের জুতো পায়ে বিপ্লবের বসে থাকার ছবি মুহূর্তে ভাইরাল হতেই মুখ লুকোচ্ছে গেরুয়া শিবির। তবে বিজেপির আইটি সেল দাবি করেছে, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর পায়ে যে জুতো রয়েছে তার দাম মাত্র ৪০০ টাকা।
বিষয়টি ঠিক কী ঘটেছে? কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রর ব্যাগের ব্র্যান্ড ও দাম নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর টি–ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚশার্টের দাম নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। কিন্তু তাঁদের নেতার পায়ে কেন ৭৫ হাজারি জুতো নিয়ে প্রশ্ন উঠতেই মুখে কুলুপ এঁটেছেন বিজেপি নেতারা। বিপ্লব দেবের জুতো নিয়ে মহুয়া মৈত্র বলেন, ‘বিজেপি কুৎসিত চর্চা করেছিল। আমার তা করতে রুচিতে বাধে। ফলে এই নিয়ে কিছু মন্তব্য করব না। বরং বলব, বিপ্লববাবু ভাল থাকুন।’
ঠিক কী বলছে কংগ্রেস? বিপ্লব দেবের জুতো নিয়ে ত্রিপুরার কংগ্রেস নেতা আশিস সাহা বলেন, ‘অতীতে যাঁরা একবেলা ভালো করে খেতে পেতেন না, আজ রাজ্যের সেই সব বিজেপি নেতাদের চাল🔯চলন, বাহন দেখলে সাধারণ মানুষ সহজেই বুঝে যান, এই টাকার উৎস কোথায়! প্রধানমন্ত্রী কর্মসূচি অনুযায়ী একই দিনে চারবার পোশাক, মেকআপ বদলান। সেই পথেই চলছেন বিপ্লব দেব।🧸’
কী বলছে বিরোধী বামেরা? বামফ্রন্টের পক্ষ থেকে জিতেন্দ্র চৌধুরী বলেন, ‘রাজ্যের মানুষ সবই বোঝেন, তাঁরাই যোগ্য জবাব দেবেন। নেটদুনিয়ায় বিপ্লব দেবের ‘মহার🔯্ঘ’ জুতো নিয়ে রাজ্যের মানুষ ছিঃ ছিঃ রব তুলেছেন।’ আর তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেবের তোপ, ‘বিজেপি কোন মুখে অন্যকে নিয়ে কথা বলে। প্রধানম🦩ন্ত্রী নিজের নাম লেখা ১০ লক্ষ টাকা দামের পোশাক পরেন। বিজেপি যতই এসব নোংরা রাজনীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক না কেন, মানুষ সব দেখছেন। সময়মতো তারা জবাব দেবেন।’