প্রিয়াঙ্কা দেববর্মন
বাম ও কংগ্রেস উভয়েরই তিপ্রা মথা পা🌺র্টির সঙ্গে তলায় তলায় যোগাযোগ রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এনিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন। ভোটের মুখে গোপন কথাটি সামনে আনতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সামনেই ত্রিপুরা ভোট। তার আগে বাম-কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন তিনি।
প্রদ্যোত কিশোর দেববর্মা, রাজপরিবারের সদস্য এই তিপ্রা মথা পার্টির প্রধান। ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ক্ষমতায় রয়েছেন তিনি। সেই ২০২১ সাল সেখানে ক্ষমতায় রয়েছে তিপ্রা মথা। গ্রেটার তিপ্রাল্যান্ডের দাܫবিতে সংগঠনের পক্ষ থেকে তিনি দাবিতে অনড়। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিতে তারা মিটিং করেছিলেন। কিন্তু সেই মিটিং শেষপর্যন্ত ফলপ্রসূ হয়নি। এদিকে বামেদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল তিনি যেন বামেদের সঙ্গে যোগ দেন। কিন্তু তিনি জানিয়ে দিয়েছিলেন, দাবি না মেটা পর্যন্ত তিনি কারোর সঙ্গে যাবেন না।
এদিকে ত্রিপুরার শান্তিরবাজার এলাকায় বিজয় সঙ্কল্প যাত্রায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সিপিএম ও কংগ্রেসের মধ্যে বোঝাপড়া রয়েছে। তিপরা মোথার সঙ্গেও তাদের গোপন বোঝাপড়া রয়েছে। সেকারণে আপনারা যদি তিপরা মোথা পার্টির পক্ষে ভোট দেন তবে সেটা কমিউনিস্টদের কাছে চলে যাবে। যদি আপনারা কংগ্রেসকে ভোট দেন তবে সেটাও কমিউনিস্টদের কাছে চলে যাবে। তার মানে যদি আপানারা ওদের মধ্যে কাউকে ভোট দেন তবে সেটাও চলে যাবে কমিউনিস্টদের কাছে। এর জেরে তারা𒉰 সরকার গড়ার সুযোগ পাবে। যদি আপনারা যদি বিজেপিকে ফের চান তবে পদ্ম চিহ্নে ভোট দিন।
উত্তরপূর্বের আরও উন্নতির জন্য তিনি বাসিন্দাদের কাছে আ💃বেদন করেন কমল চিহ্নꦆে ভোট দিন।
তিনি বলেন, আপনারꦛা কমিউনিস্ট জমানা দেখেছেন।আমরা কথা দিচ্ছি পরিবর্তন আনব। উত𝔍্তরপূর্বে উন্নত রাজ্য হিসাবে আমরা গড়ে তুলব ত্রিপুরাকে।
বিজেপি চার লাখ বাড়িতে জলের সংযোগ দেবে। সিপিএম জমানায় সেই সংখ্যাটি ছিল মাত্র ২৪০০০। আড়াই লাখ মানুষকে ঘর দেওয়া 🔜হবে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা ৭৩ থেকে বৃদ্♕ধি করে ১১৮ করা হবে। জানিয়েছেন অমিত শাহ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অনুপ্রবেশ, মাদক পাচার, 𒐪রাস্তা অবরোধের জায়গায় ত্রিপুরায়ꦡ পানীয় জল, শিল্প, নতুন রাস্তা, জৈব চাষের ব্যবস্থা করা হবে।
বিজেপি ক্যাডার রাজের অবসান ঘটাবে বলেও জানিয়েছেন অমিত শাহꦏ। ভয়ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ, তোলাবাজির বিরুদ্ধে সুশাসনের পক্ষে সওয়াল করেন অমিত শাহ।