গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে বিপুল জয় নিশ্চিত করেছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে যাওয়ার আগে আপাতত তিনি নিজের ক্যাবিনেট সাজাচ্ছেন। প্রায় সব গুরুত্বপূর্ণ পদেই তিনি নিয়োগের ঘোষণা করে ফেলেছেন এরই মধ্যে। ট্রাম্পের টিমে নিয়োগ পাওয়া সেই সব ব্যাক্তিদের অনেককেই এবার বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল বলে অভিযোগ। ডোনাল্ড ট্রাম্পের 'ট্রানজিশন' দলের থেকে এই নিয়ে এক বিবৃতি জারি করা হয়েছে। তাতেই অভিযোগ করা হয়েছে, ২৬ নভেম্বর রাত এবং ২৭ নভেম্বর সকালে ট্রাম্পের বহু ক্যাবিনেটে মনোনীত সদস্য এবং প্রশাসনিক অ্যাপয়েন্টিদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। (আরও পড়ুন: বাংলাদেশে বন্ধ করে দেওয়া হল ইসকনের অফিস, ভক্তদের নিয়ে 🍸গেল সেনা: 🦩রিপোর্ট)
আরও পড়ুন: চিন্ময় প্রভুর গ্রেফতারি ইস্যুতে মোদীকে চিঠি ৬৮ জন প্রাক💮্তন বিচারপতি, IAS-IPSদের
টিম ট্রাম্পের তরফ থেকে এই নিয়ে বলা হয়েছে, 'প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেট অ্যাপয়েন্টির অনেককেই হিংসাত্মক প্রাণনাশের হুমকি দেওয়া হয় ২৬ নভেম্বর রাত এবং ২৭ নভেম্বর সকালে। নিয়োগ প্রাপ্ত ব্যক্তিদের কাছের মানুষদেরও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বোমা মেরে উড়িয়ে দেওয়া থেকে পিষে দেওয়ার মতো হুমকি দেওয়া হয়েছে এক একজনকে। আবার বাড়িতে পুলিশ পাঠিয়ে হেনস্থার করার হুমকিও দেওয়া হয়েছে। এরপরই অবশ্য নিরাপত্তারক্ষী বাহিনীরা দ্রুত পদক্ষেপ করেছে। হুমকি পাওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করেছে। তাদের দ্রুত পদক্ষেপের জন্যে ট্রাম্পের ট্রানজিশন টিম কৃতজ্ঞ।' (আরও পড়ুন: এখনও শক্তি বাড়িয়ꩵে চলেছে অতিগভীর নিম্নচাপ, কোথায় কবে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল?)
এদিকে এফবিআই বলেছে, তারা এই হুমকিগুলিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। এই নিয়ে🌄 এক বিবৃতি প্রকাশ করে তারা বলেছে, আগামী প্রশাসনের মনোনীত এবং নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্য করে যে সব বোমা হামলার হুমকি দেওা হয়েছে, সেই বিষয়ে আমরা অবগত। এই বিষয়ে আমরা পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রেখে তদন্ত চালাচ্ছি। এই নিয়ে কেউ যদি সন্দেহজনক কিছু দেখেন, তাহলে যেন অবিলম্বে সেই বিষয়ে রিপোর্ট করেন।