ঠাসা কর্মসূচির মধ্যে ভারতে প্রথমদিন কাটালেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সকাল ১১টা ৪০ মিনিট নাগাদ গুজরাতের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে অবতরণ দিয়ে শুরু হয়েছিল যাত্রা। দিল্লিতে নৈশভোজের মধ্য⛄ দিয়ে শেষ হল ভারতে ট্রাম্পের প্রথমদিন।
তাজ মহলের রূপে মুগ্ধ ট্রাম্প দম্পতি
দিল্লি পৌঁছনোর আগেই মেলানিয়ার ব🃏িশেষ আগ্রহে সন্ধ্যার আলোয় তা🍌জ মহলের রূপ উপভোগ করলেন সস্ত্রীক আমেরিকার প্রেসিডেন্ট।
নয়াদিল্লি পৌঁছলেন ট্রাম্প
সোমবার রাত ৭.৩০ নাগাদ নয়াদিল্লি পৌঁছলেন আমে𓄧রিকার প্রেসিডেন্ট ডোনাল্൩ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
দিল্লির উদ্দেশে পাড়ি ট্রাম্পের
সারাদিনের ঠাসা কর্মসূচির পর দিল্লির উদ্দেশে পাড়ি দিলেღন মার্🔥কিন প্রেসিডেন্ট।
গোধূলির আলোয় তাজ দর্শন সস্ত্রীক ট্রাম্পের
আগ্রায় ট্রাম্প
আগ্রায় পৌঁছালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বায়ꦍুসেনা ঘাঁটিতে তাঁকে অভ্যর্থনা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল।
আগ্রার উদ্দেশে রওনা ট্রাম্পের
আগ্রার উদ্😼দেশে উড়ে গেলেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প।
আগামী ১০ বছরে ভারতে দারিদ্রতা দূর হবে, আশাবাদী ট্রাম্প
ট্রাম্প : আগামী দশ বছরের মধ্যে ভারতে দারিদ্রতা দূর হবে। ভারতের সব ধর্মের জন্য মানুষ একসঙ্গে থাকেন। সাত কোটি বাড়ি তৈরি হয়েছে ভারতে। প্রত্যেক জায়গায় বিদ্যুৎ পৌঁছেছে। একজন মানুষ নিজের দেশের জন্য দিবারাত্রি কাজ করছেন। তাঁকে আমার বন্ধু বলতে গর্বিত বোধ করি, প্রধানমন্ত্রী মোদী। প্র🅘ায় ৭০ বছরে ভারত অর্থনৈতিক জায়েন্টে পরিণ🌟ত হয়েছে।
ভারত ও আমেরিকা সন্ত্রাসবাদীদের রুখতে প্রতিজ্ঞাবদ্ধ, বললেন ট্রাম্প
ট্রাম্প : ভারত ও আমেরিকা সন্ত্রাসবাদীদের রুখতে ও তাদের ভাবাদর্শের বিরুদ্ধে লড়াই করার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। সেজন্য আমি ক্ষমতায় আসার পর থেকে সন্ত্রাসবাদী সংগঠন ও সীমান্তের জঙ্গিদের🎶 বিরুদ্ধে পদক্ষেপ করতে পাকিস্তানের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করছি। আমাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খুব ভালো। সেই কারণে পাকিস্তানের ক্ষেত্রে বড়সড় অগ্রগতির পূর্বাভাস দেখতে পাচ্ছি। দক্ষিণ-পূর্ব এশিয়🌌ার দেশগুলির মধ্যে উত্তেজনা কমাতে ও ঐক্যের বিষয়ে আমরা আশাবাদী।
আগামীকাল তিন বিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
ট্রাম্প : আগামীকাল ৩ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তি হবে। অত্যাধুনিক প্রতিরক্ষা ডিফেন্স ভারতকে দেবে আমেরিকা। আমি এটা জানাতে অত্যন্ত আনন্দ বোধ করছি যে দেশীয় প্রযুক্তিতে তৈরি হেলিকপ্টার ও অন্যান্য সꦿরঞ্জাম দেওয়া হবে। যဣা ভারতের সুরক্ষা বাহিনীর জন্য দুর্দান্ত হবে।
মোদীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প
ট্রাম্প : প্রধানমন্ত্রী ম🎉োদী শুধু গুজরাতের গর্ব নন। আপনি জীবন্ত প্রমাণ যে পরিশ্রম ও অধ্যবসায় নিয়ে ভারতীয়রা সব লক্ষ্য পূরণ করতে পারেন। অসাধারণ উত্থানের দুর্দান্ত প্রমাণ মোদী।
'ভারত-আমেরিকার সম্পর্ক আর পাঁচটার মতো নয়', বললেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী : ভারত-আমেরিকার সম্পর্ক আর পাঁচটার মতো নয়। 🌌তা আর🍌ও বেশি ও আরও কাছের সম্পর্ক। একটা মুক্তির দেশ ও অন্য দেশ বিশ্বাস করেন, সারা বিশ্ব একটি পরিবার। একটি দেশে স্ট্যাচু অফ লিবার্টি নিয়ে গর্ববোধ করে। অপর দেশে স্ট্যাচু অফ ইউনিটি নিয়ে গর্বিত।
মূল মঞ্চে ট্রাম্প
মোতেরা স্টেডিয়ামের মূল মঞ্চে প্রবেশ সস্ত্রীক ডোনাল্ড ট্রাওম্পের। রয়েছেন মেয়ে ইভাঙ্কাও।
মোতেরায় উপস্থিত সৌরভ
🍎মোতেরায় উপস্থিত রয়েছেন বিসিসিআই 🐓প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। রয়েছেন বোর্ডের সচিব জয় শাহ।
মোতেরায় ট্রাম্প
মোতেরা স্টেডিয়ামে পৌঁছালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র♕ মোদী।
মোতেরা স্টেডিয়ামের পথে ট্রাম্প
নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম𝔍্প। রয়েছেন ๊প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। রাস্তার দু'পাশে বিভিন্ন রাজ্যের সংস্কৃতি তুলে ধরা হয়েছে।
সবরমতী আশ্রমে ট্রাম্প
সবরমতী আশ্রমে পৌঁছালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট𓆉্রাম্প ও মেলানিয়া। খাদির বিশেষ উত্তরীয় পরিয়ে তাঁদের স্বাগত জানানো হ𓃲য়। রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধীজির ছবিতে মাল্যদান করেন দুই রাষ্ট্রনেতা। চরকা কাটলেন ট্রাম্প। তাঁকে চরকা কাটা দেখালেন আশ্রমিকরা।
ট্রাম্পকে স্বাগত জানাতের মানুষের ঢল
সবরমতী আশ্রমের পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে 🥂স্বাগত জানাতে রাস্তার দু'পাশে মানুষের ঢল নেমেছে।
বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানালেন মোদী
বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন গুজরাত��ের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি🀅ও। সঙ্গে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
ভারতের মাটি ছুঁল এয়ার ফোর্স ওয়ান, পৌঁছালেন ট্রাম্প
সকাল ১১টা ৪০ মিনিট ভারতের মাটি ছুঁল এয়ার ফোর্স ওয়ান। গুজরাতের ൩সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে করল মার্কিন প্রেসিডেন্টের বিমান।
'অতিথি দেবো ভবো', টুইট মোদীর
ট্রাম্পের টুইট ট্যাগ করে মোদী বলেন, 'অতিথি দে෴বো ভবো'।
আমদাবাদে পৌঁছালেন মোদী
আমদাবাদে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
'ভারতে আসার জন্য মুখিয়ে আছি', হিন্দিতে টুইট ট্রাম্পের
হিন্দিতে টুইট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, 'ভার🌌তে আসার জন্য মুখিয়ে আছি। আমরা যাচ্ছই ও কয়েক ঘণ্টার মধ্যেই সকলের সঙ্গে দেখা করব।'
ভারত ট্রাম্পের জন্য অপেক্ষা করছে, টুইট মোদীর
ডোনাল্ড ট্রাম্পকে ট্যাগ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র ๊মোদী টুইট করেন, 'আপনার জন্য অপেক্ষা করছে ভারত। আপনার সফরের ফলে আমাদের দু'দেশের বন্ধুত্ব আরও দৃঢ় হবে। আমদাবাদে শীঘ্রই দেখা হচ্ছে।'