তু♒রস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের জেরে রাত ১১ টা পর্যন্ত শেষ পাওয়া খবরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪০০ জন। এর আগে এদিন সকালেই আসে দুঃসংবাদ। সোমবার এক অভিশপ্ত ভোরে সোমবার ঘুম ভেঙেছে তুরস্ক ও সিরিয়ার একটা বড় অংশের। ভূমিকম্পের জেরে বেলা গড়াতেই মৃত্যু মিছিল লাফিয়ে বাড়তে থাকে। প্রাথমিকভাবে ৩৫০ জনের মৃত্যুর খবর এলেও, পরে তা বেড়ে যেতে শুরু করে। আহতের সংখ্যা বহু। জানা গিয়েছে রিখটার স্কেলে কম্পরের মাত্রা ছিল ৭.৯। ভূমিকম্পের পর থেকেই এলাকা জুড়ে ৫ ঘণ্টায় ২২ বার আফটার শক দেখা যায়। ১২ ঘণ্টায় মোট ৩ টি পর পর ভূমিকম্পে কেঁপে ওঠে সিরিয়া। ভারত সমেত বিশ্বেꩲর ৪২ টি দেশ সাহায্যের হাত বাড়ায় সিরিয়া ও তুরস্কের দিকে।
মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,৪০০
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে দিনের শেষে মৃতের সংখ্যা দাঁড়াল মোট ২,৪০০। আহতের সংখ্যা ছাড়িয়েছে কয়েক হাজারের অঙ্ক।🌺 সৌদি থেকে ফ্রান্স, ভারত থেকে ইজরায়েলের তরফে শোক প্রকাশ করা হয়েছে ঘটনায়। ভারত সমেত বিশ্বের ৪২ ඣটি দেশ পাঠাচ্ছে ত্রাণ। এদিকে ভূমিকম্পের ঘটনার জেরে রাষ্ট্রসংঘের অ্যাসেম্বলিতে কয়েক মিনিটের নীরবতা পালন করা হয়েছে।
সিরিয়া তুরস্কে বাড়ছে মৃতের সংখ্যা
সিরিয়া ও তুরস্কে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। তারই মাঝে সেখানে আবহাওয়ার পরিস্থিতি ক্রমেই খারাপ হতে শুরু করে। সপ্তাহান্তে෴র তুষার ঝড়ের পর সোমবার থেকে শুরু হয়েছে নতুন করে বৃষ্টিপাত।
সিরিয়া ও তুরস্কে মৃত ২৩০০
তুরস্ক আর সিরিয়ার বিস্তীর্ণ♛ অঞ্চলে এখন স্বজনহারার আর্তনাদ। দুই দেশের মোট ২,৩০০ জনের মৃত্যু হয়েছে ভয়াবহ ভূমিকম্পে। সিরিয়ায় শুধু একটি ৮ তলা বাড়ি ভেঙেই মৃত্যু হয়েছে ১২৫ জনের। তুরস্ক ও সিরিয়ার উﷺদ্দেশে রওনা হয়েছে বিভিন্ন দেশের উদ্ধারকারী দল। জোরদার তৎপরতায় প্রাণ রক্ষার লড়াই জারি।
তুরস্কে ক্রিশ্চিয়ান আৎসুকে ঘিরে উদ্বেগ
চেলসি ও নিউ ক্যাসেলের প্রাক্তন ফুটবল তারকা ক্রিশ্চিয়ান আৎসু এখনও নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে, কোনও ধ্বংসস্༒তূপের ভিতর তিনি আটকে থাকতে পারেন।
তৃতীয় ভূমিকম্প তুরস্কে
শেষ ১২ ঘণ্টায় তৃতীয়বার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। ইতিমধ্য🐈েই তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের জেরে ১৫০০ জনের মৃত্যুর খবর উঠে আসে।
প্রথম ভূমিকম্প কতদূর পর্যন্ত অনুভূত হয়?
জানা গিয়েছে মিশরের কায়রো ছাড়াও ইস্তানবুলে প্রভাব ফেলেছে। মূলত এই ভূমিকম্প তুরস্কের গাজিয়ানটেপে অনুভূত হয়। যা সিরিয়ার সীমান্ত থেকে ৯০ কিলোমিটার দূরে। সিরিয়ার গৃহযুদ্ধের পর এই এলাকায় বহু যুদ্ধবিধ্বস্ত ব🥀াসিন্দারা বসবাস করতেন। আর এই ভূমিকম্পে তাঁদের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে, বলে জানা গিয়েছে।
স্তব্ধ তৈল শোধনাগারের কাজ
ভয়াবহ ভূমিকম্পের জেরে সিরিয়ার বানিয়াস তৈল শোধনাগা💯রে ৪৮ ঘণ্টার জন্য কাজ বন্ধ থাকবে। সিরিয়া তুরস্ক সীমান্তে এদিন সকালে যে ভয়াবহ ভূমিকম্প ঘটেছে তারফলে তৈল শোধনাগারের কাজ আপাতত স্তব্ধ রাখার বার্তা দেওয়া হয়েছে।
দ্বিতীয় ভূমিকম্পের প্রভাব সিরিয়াতেও
তুরস্কের কাহারামানমারাস প্রভিন্সের এলবিস্তানে স্থানীয় সময় দুপুর নাগাদ এই ভূমিকম্প꧋ অনুভূত হয়। এই ভূমিকম্পের প্রভাব সিরিয়ার শহর দামাসকাস, লাটাকিয়াতেও পড়ে। সেখানেও অনুভূত হয় ভূমিকম্প।
ফের ভূমিকম্প
এই নিয়ে ১২ ঘণ্টায় দ্বিতীয় বার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। সেদেশে ভোর রাতে প্রথম ভূমিকম্পের জেরেই মৃতের সংখ্যা হাজারের কাছাকাছি। সিরিয়া, তুরস্ক মিলিয়ে ভূমিকম্পে মৃ♓তের সংখ্যা ১৩০০ ছাড়িয়ဣেছে। এরপর দুপুরে ফের ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক।
উদ্ধার ২,৪৭০ জন
তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান জানিয়েছেন, তাঁর দেশে ২,৮১෴৮ টি বিল্ডিং ভেঙে পড়েছে। উদ্ধার করা গিয়েছে ২৪৭০ জনকে। এছাড়াও বিভিন্ন দেশ থেকে তাঁর দেশে উদ্ধারকারী জল আসতে আরম্ভ করেছে বলে জানিয়েছেন এরদোয়ান।
মৃতের সংখ্যা ১০০০ ছাড়াল
তুরস্ক ও সিরিয়া জুড়ে এখন শুধুই স্বজন হারার কান্না, চলছে হাহাকার আর🍎 আর্তনাদ। তুরস্কের প্রেসℱিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান শুধু সেদেশেই মৃত্যু হয়েছে ৯১২ জনের। যার ফলে মোট তুরস্ক ও সিরিয়া মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৩০০ জন।
ভ্লাদিমির পুতিন বাড়িয়েছেন সাহায্যের হাত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই এই ভয়াবহ ভূমিকম্পে সাহায্যের হাত বাড়িয়েছেন। ভূমিকম্পে অগণিত প্রাণহানি নিয়ে তিনি
জ্ঞাপন করেছেন গভীর শোক।
ভারত থেকে পাঠানো হচ্ছে উদ্ধারকারী দল
ভারতের তরফে তুরস্ক ও সিরিয়ায় পাঠানো হচ্ছে উদ্ধ♉ারকারী দল। এনডিআরএফের ১০০ সদস্যের এ𒈔কটি টিম রওনা হতে চলেছে বলে খবর। প্রশিক্ষিত ডগ স্কোয়াড, মেডিক্যাল টিম, যাচ্ছে ঘটনাস্থলে। তারা তুরস্ক সরকার, আনকারায় ভারতের দূতাবাস, ইস্তানবুলে কনস্যুলেট জেনারেলের সঙ্গে সংযোগ করে উদ্ধার কার্য চালাবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর অফিস।
ইইউ পাঠাচ্ছে উদ্ধারকারী দল
ইউরোপের বিভিন্ন দেশ থেকে পাঠানো হচ্ছে উদ্ধারকারী দল। ইউরোপিয়ান ইউনিয়ন এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। নেদারল্যান্ডস, রোমানিয়া থেকে সিরিয়া, তুরস্কের দিকে রওনা হয়েছে উদ্ধা⛎রকারী দল। আপৎকালীন পরিস্থিতিতে সাহায্যে হাত বাড়িয়েছে গ্রিস।
মৃত বেড়ে ৬৪০
শেষ পাও🦂য়া খবরে তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪০। উঠে আসছে বহু ভয়াবহ দৃশ্⛎য।
তুরস্কের প্রেসিডেন্ট কী জানিয়েছেন?
তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোগান জানিয়েছেন ,ജ সেদেশের ৮ 🐓ক্ষতিগ্রস্ত প্রভিন্সের গভর্নরদের সঙ্গে তিনি কথা বলেছেন। তাংরা এলাকা খতিয়ে দেখছে বলে জানানো হয়।
তুরস্ক জারি করেছে ‘লেভের ৪ অ্যালার্ম’
ইতিমধ্যেইꦍ লেভেল ৫ অ্যালার্ম জারি করেছে তুরস্ক । এই লেভেল ফোর অ্যালার্মের অর্থ হল সেদ🤡েশের আন্তর্জাতিক সহায়তা দরকার। আর তার নিরিখেই এই অ্যালার্ম।
শুধু সিরিয়াতেই মৃত ২৩০
কয়েক দশকের 🌳মধ্যে ঘটে যাওয়া এই ভয়াবহ ভূমিকম্পেের এপিসেন্টার দক্ষিণ তুরস্ক বলে জানা গিয়েছে। এদিকে, সিরিয়ার অংশে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে অন্তত পক্ষে ২৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেদেশের মন্ত্রক।
ক্ষতিগ্রস্ত সাইপ্রাস
জানা গিয়েছে কম্পনের তীব্রতা এতটাই ছিল যে দূরের সাইপ্রাস দ্বীপেও কম্প♓ন অনুভূত হয়েছে। প্রভাব পড়েছে পার্শ্ববর্তী আলেপ্পো, হামা এলাকাতেও।
শোকবার্তা মোদীর
এদিন তুরস্ক সিরিয়ার এই ভূমিকম্পে⛦র ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী সেদেশের শত শত মানুষের এই স্বজনহারানোর যন্ত্রণায় সমবেদনা প্রকাশ করেন।
মৃতের সংখ্যা বেড়ে ৫৬৮
এখনও পর্যন্ত পাওয়া তꦉথꦺ্যে জানা গিয়েছে, গাজিয়ানটপ থেকে ৩৩ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের এপিসেন্টার। ইতিমধ্যেই সেখানে ৫৬৮ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২,৩০০ জন।